
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচন সামনে রেখে গঠিত নির্বাচন কমিশন আজ নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দীন অপর দুই নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু হবে মনোনয়নপত্র বিলি।
৯, ১০ ও ১২ অক্টোবর, এই তিন দিন বাফুফে সচিবালয়ে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিলি হবে। অর্থাৎ যারা প্রার্থী হতে চান, তারা এই তিন দিন মনোনয়নপত্র ক্রয় করতে পারবেন। ১৪ ও ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ৫টার মধ্যে বাফুফে সচিবালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে আগ্রহী প্রার্থীদের। ১৬ অক্টোবর নির্বাচন কমিশন জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করবেন।
কোনো প্রার্থীর ক্ষেত্রে আপত্তি থাকলে তা ১৭ অক্টোবর সকাল ১১টা হতে ৩টা পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে দাখিল (আপত্তি পত্র) করতে হবে। পরের দিন ১৮ অক্টোবর মনোনয়নপত্রের আপত্তির উপর আপিল কমিশন কর্তৃক শুনানির দিন নির্ধারন করা হয়েছে। প্রার্থীদের কেউ নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে সেটা করতে পারবেন ১৯ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং ২০ অক্টোবর সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত সময়ে। ২০ অক্টোবর বিকেল ৩টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান করবে নির্বাচন কমিশন। আগামী ২৬ অক্টোবর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হবে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে একই ঘোষণা হবে ফলাফল।
১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহ-সভাপতি, ৪ জন সহ-সভাপতি ও ১৫ জন সদস্য মিলিয়ে মোট ২১টি পদে ভোট হবে। ১৩৩ জন কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে বাফুফের আগামীর নেতৃত্ব বেছে নেবেন।
গত ১৬ বছর বাফুফের সভাপতি পদে থাকা কাজী মো. সালাউদ্দিন এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সেই হিসেবে এবারের নির্বাচনে নতুন সভাপতি পাবে বাফুফে।