ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
English
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বাফুফে নির্বাচন ২০২৪ তফসিল ঘোষণা, ৯ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিলি শুরু

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১০ পিএম
তফসিল ঘোষণা, ৯ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিলি শুরু
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচন সামনে রেখে গঠিত নির্বাচন কমিশন আজ নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দীন অপর দুই নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু হবে মনোনয়নপত্র বিলি।

৯, ১০ ও ১২ অক্টোবর, এই তিন দিন বাফুফে সচিবালয়ে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিলি হবে। অর্থাৎ যারা প্রার্থী হতে চান, তারা এই তিন দিন মনোনয়নপত্র ক্রয় করতে পারবেন। ১৪ ও ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ৫টার মধ্যে বাফুফে সচিবালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে আগ্রহী প্রার্থীদের। ১৬ অক্টোবর নির্বাচন কমিশন জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করবেন।

কোনো প্রার্থীর ক্ষেত্রে আপত্তি থাকলে তা ১৭ অক্টোবর সকাল ১১টা হতে ৩টা পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে দাখিল (আপত্তি পত্র) করতে হবে। পরের দিন ১৮ অক্টোবর মনোনয়নপত্রের আপত্তির উপর আপিল কমিশন কর্তৃক শুনানির দিন নির্ধারন করা হয়েছে। প্রার্থীদের কেউ নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে সেটা করতে পারবেন ১৯ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং ২০ অক্টোবর সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত সময়ে। ২০ অক্টোবর বিকেল ৩টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান করবে নির্বাচন কমিশন। আগামী ২৬ অক্টোবর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হবে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে একই ঘোষণা হবে ফলাফল।

১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহ-সভাপতি, ৪ জন সহ-সভাপতি ও ১৫ জন সদস্য মিলিয়ে মোট ২১টি পদে ভোট হবে। ১৩৩ জন কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে বাফুফের আগামীর নেতৃত্ব বেছে নেবেন।

গত ১৬ বছর বাফুফের সভাপতি পদে থাকা কাজী মো. সালাউদ্দিন এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সেই হিসেবে এবারের নির্বাচনে নতুন সভাপতি পাবে বাফুফে।

সিঙ্গাপুর কোচের হুঁশিয়ারি, ‘আমরাও চ্যালেঞ্জিং দল’

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:১৯ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৫, ১১:২০ পিএম
সিঙ্গাপুর কোচের হুঁশিয়ারি, ‘আমরাও চ্যালেঞ্জিং দল’

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে পূর্ণ তিন পয়েন্টে চোখ বাংলাদেশের। ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে এমনটাই বলেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ওদিকে সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরাও জানিয়ে দিয়েছেন, তার দলও তৈরি বাংলাদেশকে রুখতে। এই জাপানি কোচ সরাসরি বলেছেন, ‘আমরাও চ্যালেঞ্জিং দল।’

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সোমবার ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরা বলেন, ‘অনুভব করতে পারছি, বাংলাদেশ ভালো দল। আমাদের প্রস্তুতিও ভালো। কেবল আগামীকালের ম্যাচ নয়, এশিয়ান কাপের বাছাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আগামীকালের ম্যাচে আপাতত আমাদের মূল মনোযোগ। বাংলাদেশের প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নেই। তবে তাদের নিয়ে ভীত হওয়ার দরকার নেই। কেননা, আমরাও চ্যালেঞ্জিং দল।’

বাংলাদেশ দলে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় রয়েছেন। সামিত সোমের অভিষেক হতে পারে আগামীকাল। এই প্রবাসীরা যোগ হওয়ায় বাংলাদেশের শক্তি যে বেড়েছে এটি মানছেন সিঙ্গাপুর কোচ। তবে নিজের দলের প্রতি বিশ্বাসের কমতি নেই তার, ‘আমার কাছে অ্যাওয়ে ম্যাচ কঠিন ম্যাচ। আশা করি এখানে আমরা টুরিস্ট হবো না। বাংলাদেশকে ভয় পাবো না। ভালো একটা ম্যাচ খেলার চেষ্টা করব আমরা।’

ভরা গ্যালারি জামালের কাছে চাপ নয়

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৫:৫৬ পিএম
ভরা গ্যালারি জামালের কাছে চাপ নয়

হামজা চৌধুরীর আগমনের পর থেকেই বাংলাদেশের ফুটবল উন্মাদনায় অন্য রকম রঙ লেগেছে। দেশের মানুষের আলোচনার কেন্দ্রে থাকছে ফুটবল। জাতীয় দলের খেলা মাঠে বসে দেখার জন্য সমর্থকদের আগ্রহও বেড়েছে। তাই তো সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের টিকেট শেষ হয়ে গিয়েছিল মুহূর্তেই।

আগামীকাল মঙ্গলবার (১০ জুন) সেই সিঙ্গাপুর ম্যাচ। ধারনা করা হচ্ছে ম্যাচটিতে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পূর্ণ থাকবে। এই পূর্ণ গ্যারালির পুরো সমর্থনই পাবেন হামজা-জামালরা। বিপরীতে সকল দর্শকদের প্রত্যাশাও থাকবে অনেক। সেই প্রত্যাশা কি চাপ হিসেবেও কাজ করবে না?

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কথায়, ‘আমরা ১০ জন দর্শকের সামনে খেলি বা ২০ হাজার দর্শকের সামনে খেলি, চাপ একই। আমাদের পারফরম করতে হবে। তো কত মানুষ ম্যাচ দেখতে এলো, সেটা কোনো বিষয় নয়। দিনশেষে আমাদের জিততে হবে।’

আজ সোমবার (৯ জুন) ম্যাচ পূর্ব সংবাদসম্মেলনে এসব কথা বলেন জামাল। বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমাদের দেশের জন্য আমাদের পারফরম করতে হবে। অবশ্যই আমরা দর্শকের উপস্থিতি অনুভব করব, কিন্তু আমাদের জিততে হবে, পারফরম করতে হবে। এখন আমাদের প্রত্যাশাও অনেক বেশি। বিশেষ করে বাছাইয়ের সবশেষ ম্যাচের পর এই প্রত্যাশা বেড়েই চলেছে এবং আমাদের প্রত্যাশাও যে অনেক উঁচুতে, সেটা আমি মনে করি। দেশের মানুষদের, সমর্থকদের, নিজেদের এবং পরিবারকেও দেখানোর মুহূর্ত আগামীকাল।’

গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচটিতে অধিনায়ক জামাল ভূঁইয়া এক মিনিটও খেলার সুযোগ পাননি। যদিও ম্যাচের আগের দিন সংবাদসম্মেলনে তিনিই এসেছিলেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেও কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে জামালই সংবাদসম্মেলনে এলেন। কিন্তু খেলার সুযোগ কি তিনি পাবেন?

জামালের উত্তর, ‘আমি একজন খেলোয়াড়। আমি সব সময় খেলতে চাই। যদি ১০ মিনিট হয় অথবা ৬০ মিনিট হয়, যতটা সময় পাই না কেন খেলতে চাই।’ ভারতের বিপক্ষে খেলার সুযোগ না পাওয়ায় এদিন হতাশাও ব্যক্ত করেন জামাল, ‘এটাই (খেলা) আমার কাজ। কাজটা করতে না পারলে পেইনফুল।’ এরপর অবশ্য যোগ করেছেন, ‘কিন্তু আল্টিমটলি দল আগে। যারা খেলবে তাদের শুভকামনা জানাব। তাদের অনুপ্রাণিত করব সেরাটা দিতে।’

সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্ট চায় বাংলাদেশ

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৫:২০ পিএম
সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্ট চায় বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শুরুটা দারুণ করে বাংলাদেশ। গত মার্চে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট আদায় করে নেয় হাভিয়ের কাবরেরার দল। এবার ঘরের মাঠে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা। এই ম্যাচে পূর্ণ পয়েন্টে চোখ স্বাগতিকদের।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

এই ম্যাচ সামনে রেখে আজ সোমবার (৯ জুন) অনুষ্ঠিত সংবাদসম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, পূর্ণ তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবছেন না তিনি।

কাবরেরার কথায়, ‘ভারতের সঙ্গে আমরা যেমন ভয়ডরহীন ফুটবল খেলেছি, এ ম্যাচেও সেটা খেলতে চাই। আমাদের অবশ্যই সেরাটা দিতে হবে। অন্য কোনও বিকল্প নেই। আশা করি ভালো খেলব। আমাদের ৩ পয়েন্ট পেতেই হবে।’

এই ম্যাচ সামনে রেখে ১০ দিনের মতো আনুষ্ঠানিক প্রস্তুতি সেড়েছে বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলেছে। যে ম্যাচটি ২-০ গোলে জিতে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটিতে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী গোল পেয়েছেন। অভিষেকেই আলো ছড়িয়েছেন ফাহামেদুল ইসলাম।

সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি ভালো হয়েছে উল্লেখ করে কাবরেরা বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা আক্রমণাত্মক ফুটবলই খেলব। দলে যারা আছে, ওদের যে কোয়ালিটি, সেটায় আমার আস্থা আছে।’

তবে সিঙ্গাপুর যে শক্ত প্রতিপক্ষ সেটা উল্লেখ করতে ভুলেননি কাবরেরা, ‘এটা সত্যি সিঙ্গাপুর অবশ্যই কঠিন দল।’

এই মুহূর্তে নিজেদের গ্রুপে শীর্ষে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে এই শীর্ষ স্থানটা শুধু ধরে রাখাই হবে না জামালদের, পরের পর্বে খেলার সম্ভাবনাও তখন উজ্জ্বল হবে।

স্পেনকে হারিয়ে ফের নেশন্স লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম
স্পেনকে হারিয়ে ফের নেশন্স লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

একে একে তিনটি করে পেনাল্টি শটে দুপক্ষই সফল হলো। তবে চতুর্থ শটে গিয়ে স্পেনের আলভারো মোরাতার শট ঠেকিয়ে দিলেন দিয়োগো কস্তা। এরপর পঞ্চম ও শেষ শটে রুবেন নেভেসের সফল স্পট কিক, আর উল্লাসে ফেটে পড়ল পর্তুগিজ শিবির। দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপাজয়ের উৎসবে মাতল পর্তুগাল।

মিউনিখের আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে ১২০ মিনিটের খেলা ২-২ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে ৫-৩ ব্যবধানে হারিয়ে নেশন্স লিগের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হয়েছে প্রথম আসরের শিরোপাজয়ীরা।

গত আসরের ফাইনালও গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে ক্রোয়েশিয়াকে ৫-৪ ব্যবধানে হারালেও এবার আর পারল না স্প্যানিশরা। পর্তুগিজ গোলরক্ষক কস্তার বীরত্বের পর ক্রিস্তিয়ানো রোনালদো অ্যান্ড কোম্পানির কাছে হার মানতে হলো লা রোহাদের।

অথচ শুরুর গল্পটা কিন্তু এমন ছিল না। প্রথমার্ধে শুরুতেই গোল করেছিল স্পেনই। এরপর নুনো মেন্দেসের গোলে পর্তুগাল সমতায় ফিরলে ওইয়ারসাবালের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল দলটি। তবে বিরতির পর স্পেনের দুর্দান্ত সেই পারফর‌ম্যান্সে ভাঁটা পড়ে, আর রোনালদোর গোলে আবারও সমতায় ফেরে পর্তুগাল। এরপর নব্বই মিনিট, এমনকি ১২০ মিনিটের খেলায়ও দুদলের কেউ ব্যবধান গড়তে ব্যর্থ হলে শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে মোরাতার শট ঠেকিয়ে জয়ের পাল্লা নিজেদের দিকে ঘুরিয়ে নেন কস্তা।

এর ফলে দুবার নেশন্স লিগের ফাইনালে উঠে দুবারই শিরোপা উঁচিয়ে ধরার গৌরব অর্জন করল পর্তুগাল। অন্যদিকে, টানা তিনবার ফাইনালে উঠেও দুবার হতাশ হতে হলো স্পেনের।

পুরো ম্যাচে বলের দখল, গোলের প্রচেষ্টা, শট লক্ষ্যে রাখা—সব বিভাগেই সেরা দল ছিল স্পেন। ৬১ শতাংশ সময় পজেশন ধরে রেখে ১২০ মিনিটে মোট ৮১২ পাস দেয় দলটি, যেখানে ৫০৯ পাস দেওয়া পর্তুগালের পজেশন ছিল মাত্র ৩৯ শতাংশ।

ম্যাচজুড়ে পর্তুগাল শট নেয় মাত্র সাতটি, যার গোল হওয়া ওই দুটি শটই কেবল লক্ষ্যে রাখতে পারে; অপরদিকে ১৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখেও কাজের কাজ করতে ব্যর্থ হয়েছে লা রোহারা।

তবে মাঠের খেলায় ক্ষুরধার আক্রমণের অভাবে ভোগা স্পেনকে এদিন প্রথমার্ধের পর থেকেই চেনা যায়নি। অপরদিকে, উপযুক্ত সময়ে যথাযথ খেলোয়াড় বদলি করে নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস।

এ ছাড়া ম্যাচজুড়ে স্পেনের একের পর এক আক্রমণ রুখে দেওয়া দিয়োগো কস্তা টাইব্রেকারেও কাজের কাজটি করে দিয়েছেন একেবারে সঠিক সময়ে। ফলে শেষ পর্যন্ত গত কয়েক বছর ধরে একপ্রকার অপ্রতিরোধ্য স্পেনকে মাটিতে নামিয়ে শিরোপা নিয়ে ঘরে ফিরেছে তারাই। আর ব্যর্থতার পসরা সাজানোর পর প্রতিপক্ষকে শিরোপা উঁচিয়ে ধরতে দেখে হাততালি দিয়ে মাঠ ছাড়তে হয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের।

করোনায় আক্রান্ত নেইমার

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৬:১১ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৫, ০৬:১৪ পিএম
করোনায় আক্রান্ত নেইমার
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চিকিৎসাধীন অবস্থায় সার্বক্ষণিক পর্যবেক্ষনে রয়েছেন তিনি। 

স্থানীয় সময় শনিবার (৭ জুন) এক বিবৃতিতে তার ক্লাব সান্তোস এ তথ্য জানিয়েছে। 

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার থেকে নেইমার জ্বরে আক্রান্ত হয়েছেন। এর পর পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। সান্তোসের মেডিকেল বিভাগ পর্যবেক্ষণের পর বিষয়টি নিশ্চিত করেছে।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যেই নেইমারকে সব ধরনের কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেওয়ায় বাড়িতে থেকে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। পরে তাকে চিকিৎসকের অধীনে নেওয়া হয়েছে।’

এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন নেইমার। এর আগে ২০২১ সালের মে মাসে তার শরীরে করোনার সংক্রমন ধরা পড়েছিল। ঐ সময় তিনি পিএসজিতে ছিলেন। সূত্র: রয়টার্স

পপি/