ঢাকা ২১ কার্তিক ১৪৩১, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০০ পিএম
গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স
ছবি : সংগৃহীত

পাঁচ দেশের পাঁচটি টি-টোয়েন্টি দল নিয়ে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। সেই লিগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেবে রংপুর রাইডার্স।

সোমবার (৭ অক্টোবর) বিসিবির বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।

বোর্ড সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫ টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে। আমাদেরকে যাওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে প্রস্তাব দিয়েছি। তারা যেতে অপরাগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। ’  

যে দলকে প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের নাম জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি রংপুর রাইডার্সের নাম বলেন।

আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি দেশের পাঁচটি দল নিয়ে গায়ানায় গ্লোবাল সুপার লিগ অনুষ্ঠিত হওয়ার অনুমতি পেয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কর্তৃক। এই আসর আয়োজনে পূর্ণ সহায়তা করবে গায়ানা সরকার। টুর্নামেন্টের প্রাইজমানি রাখা হয়েছে এক মিলিয়ন ডলার।

প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে। আর টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ১১টি। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

সবগুলো ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক দল হিসেবে খেলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

এক বিবৃতিতে গ্লোবাল সুপার লিগের চেয়ারম্যান ও ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড বলেন, ‘গায়ানায় ক্রিকেটের প্রতি উন্মাদনা, বিশ্বের অন্যান্য জায়গার ভক্তদের মতোই। যারা গায়ানায় এসেছেন ও সারা বিশ্বে টিভি পর্দা থেকে যারা দেখছেন, তাদের সঙ্গে আমরা আমাদের সমৃদ্ধ ও প্রাণবন্ত দেশে খেলার প্রতি নিজেদের ভালোবাসা উদযাপন করতে মুখিয়ে আছি।’

একই সময়ে বাংলাদেশ দলও ওয়েস্ট ইন্ডিজে থাকবে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে।

বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:২০ পিএম
বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।

শারজায় বুধবার (৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। ৭১ রানে ৫ উইকেট হারিয়ে দলটি বেশ চাপে পড়ে। তবে মোহাম্মদ নবি ও অধিনায়ক হাসমতউল্লাহর ফিফটিতে লড়াই করার মতো পুঁজি গড়ে দলটি। ২ বল বাকি থাকতে ২৩৫ রানে অলআউট হয়েছে আফগানরা।

মোহাম্মদ নবি সর্বোচ্চ ৮৪ রান করেন। ৭৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। হাসমতউল্লাহর ৯২ বলে ২ চারে ৫২ রান করেন।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান সর্বাধিক ৪টি করে উইকেট নিয়েছেন।

গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম সাকিব

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম সাকিব
ছবি : সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। পাঁচ দলের সমন্বয়ে আয়োজিত হতে যাওয়া এই আসরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন এই পেসার। 

চলতি মাসের ২৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে লিগটি, শেষ হবে ৭ ডিসেম্বর। গায়ানা ছাড়াও অংশ নিতে যাচ্ছে চার দেশের চারটি ফ্র্যাঞ্চাইজি। 

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ১১ ম্যাচের এই আসরে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

সুযোগ পেলেও তানজিমের খেলা এখনও নিশ্চিত নয়। একই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। উইন্ডিজের মাটিতেই ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে।

বর্তমানে কিছুটা চোটে ভুগছেন তানজিম। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কাঁধের চোটের কারণে তানজিমকে রাখা হয়নি।

বিপিএলে প্রধান স্পন্সর ‘ডাচ-বাংলা ব্যাংক’

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
বিপিএলে প্রধান স্পন্সর ‘ডাচ-বাংলা ব্যাংক’
ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়া লিগের (বিপিএল) ১১তম আসর। আসন্ন আসরের প্রধান স্পন্সরে হিসেবে যুক্ত হয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

বুধবার (৬ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। 

ডাচ-বাংলা বাংক ছাড়াও তাদের মোবাইল ফিয়ান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে কো স্পন্সর এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে। 

১১তম আসরের নামকরণ করা হয়েছে  ‘ডাচ-বাংলা ব্যাংক বিপিএল টি-টুয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’। প্রথমবারের মতো বিপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ডাচ-বাংলা ব্যাংক। 

লোগো উন্মোচনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট ডাচ-বাংলা ব্যাংক এর আগেও বাংলাদেশের ক্রিকেটের অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করেছে। দেশের প্রথম টেস্ট ম্যাচ আয়োজনসহ হোম সিরিজগুলোতে দীর্ঘ সময় ধরে এই ব্যাংকটি স্পন্সর ছিল। তবে এবারই প্রথমবারের মতো বিপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হলো তারা।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে সাতটি দল অংশ নেবে। 

বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতিহাস গড়লো শারজাহ’র মাঠ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতিহাস গড়লো শারজাহ’র মাঠ
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো কোনো ভেন্যু ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করলো। রেকর্ডটি গড়েছে শারজাহ’র ক্রিকেট গ্রাউন্ড। বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এই রেকর্ডটি হয়েছে। 

বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ওয়ানডেটি শারজাহ’র মাঠে ৩০০ তম আন্তর্জাতিক ম্যাচ। ফলে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশও। 

১৯৪৮ সালে নির্মিত শারজাহ ক্রিকেট গ্রাউন্ড আশি ও নব্বই দশকের অনেক জনপ্রিয় ক্রিকেট ম্যাচের সাক্ষী। 

৩০০ আন্তর্জাতিক ম্যাচের ভেতর এই মাঠে ওয়ানডে হয়েছে ২৫৩টি আর টেস্ট ৯টি। অন্যদিকে টি-টোয়েন্টি হয়েছে ৩৮টি। 

এই তালিকায় দুইয়ে অবস্থান করছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ২৯১ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে তারা। যার মধ্যে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ১৮টি।

তিনে অবস্থান করা মেলবোর্ন ১১৬ টেস্ট, ১৫২ ওয়ানডে এবং টি-টোয়েন্টি আয়োজন করেছে ১৯ টি আর সবমিলিয়ে সেখানে ম্যাচ হয়েছে ২৮৭টি।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবও আছে এই তালিকায় ২৬৭ ম্যাচ আয়োজন করে। ১৪৭ টেস্ট, ৭০ ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজন করেছে এই  মাঠটি ৪৬টি। 

ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২৭৭ ম্যাচের ১৪৭টিই টেস্ট ৭০টি ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজিত হয়েছে ১০টি।

তালিকায় ছয়ে অবস্থান বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। ২১১ ম্যাচ আন্তর্জাতিক আয়োজ়ন করেছে এই মাঠ। যার মধ্যে টেস্ট ২৮, ওয়ানডে ১২০ এবং টি-টোয়েন্টি ৬৩।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ফলে বাংলাদেশ ফিল্ডিং করবে আগে।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টা বাজে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে শারজা ক্রিকেট গ্রাউন্ড ভেন্যু হিসেবে প্রথমবারের মতো ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কীর্তি গড়তে চাচ্ছে।

মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনা হয়েছে একটি। এনামুল হক বিজয়ের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকির হাসান।

আফগানিস্তানের হয়ে সেদিকুল্লাহ আতেলের অভিষেক হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে।

বাংলাদেশ একাদশ

জাকির হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, ঘানজানাফার, নাঙ্গেয়ালিয়া খারোতি, ফজলহক ফারুকী।