তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে আগের ধরে রেখেছিল ফরচুন বরিশাল। গেল আসরে আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও খেলেছিলেন সেখানে। তাকে ধরে না রাখলেও ড্রাফট থেকে ঠিকই দলে আরেকবার নিয়েছে তাকে বরিশাল। একইসঙ্গে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে নিয়েছে দলটি।
তৃতীয় ডাকে নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। প্রথম সেটে দুজন করে দলে নিয়েছিল প্রতিটি দল। ১২ জনের মধ্যে সেখানে অবিক্রিত ছিলেন শুধুমাত্র নাজমুল। তৃতীয় ডাকে তিনি গেলেন বরিশালে।
অন্যদিকে, মাহমুদউল্লাহ রিয়াদকে পুনরায় দলে নেওয়ায় আবারও তিন পান্ডব একসঙ্গে খেলবেন ফরচুন বরিশাল। গতবার ফরচুন বরিশাল তামিম ইকবালের নেতৃত্বে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে জিতেছিল শিরোপা।
এবারের আসরে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন একসঙ্গে খেলবেন এবারের আসরে।