ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

ফের বরিশালে মাহমুদউল্লাহ, একই ঠিকানা শান্তরও

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পিএম
ফের বরিশালে মাহমুদউল্লাহ, একই ঠিকানা শান্তরও
ছবি : সংগৃহীত

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে আগের ধরে রেখেছিল ফরচুন বরিশাল। গেল আসরে আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও খেলেছিলেন সেখানে। তাকে ধরে না রাখলেও ড্রাফট থেকে ঠিকই দলে আরেকবার নিয়েছে তাকে বরিশাল। একইসঙ্গে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে নিয়েছে দলটি।

তৃতীয় ডাকে নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। প্রথম সেটে দুজন করে দলে নিয়েছিল প্রতিটি দল। ১২ জনের মধ্যে সেখানে অবিক্রিত ছিলেন শুধুমাত্র নাজমুল। তৃতীয় ডাকে তিনি গেলেন বরিশালে।

অন্যদিকে, মাহমুদউল্লাহ রিয়াদকে পুনরায় দলে নেওয়ায় আবারও তিন পান্ডব একসঙ্গে খেলবেন ফরচুন বরিশাল। গতবার ফরচুন বরিশাল তামিম ইকবালের নেতৃত্বে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে জিতেছিল শিরোপা। 

এবারের আসরে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন একসঙ্গে খেলবেন এবারের আসরে।

আইপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৩:৩০ পিএম
আইপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?
ছবি : সংগৃহীত

২০০৮ সালের উদ্বোধনী আসরে আইপিএলের প্রাইজমানি ছিল মাত্র ৪.৮ কোটি রুপি। এই বছরের আসরটি ১৮তম। সেবার রানার্সআপ দল পেয়েছে ২.৪ কোটি রুপি।

আর এই আসরে প্রাইজমানি এসে দাঁড়িয়েছে ২০ কোটি রুপি। আর রানার্সআপ দল পাবে ১৩ কোটি রুপি।

এবারের আইপিএলে মোট প্রাইজমানির পরিমাণ ৪৭ কোটি রুপির কিছু বেশি। এই অর্থ বরাদ্দ করা হয়েছে শীর্ষ চার দল এবং ব্যক্তিগত পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে।

শীর্ষ ৪ দল ও ব্যক্তিগ্ত পারফরম্যান্সের জন্য ৪৭ কোটি রুপির কিছু বেশি এবারের আইপিএলের মোট প্রাইজমানি। প্লে অফ এলিমিনেটর থেকে বাদ পড়া দুই দলও পাবে মোটা অঙ্কের টাকা। 

এর বাইরে সেরা ব্যাটার, সেরা বোলার, সেরা উদীয়মান খেলোয়াড়, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, সর্বোচ্চ ছক্কা, সুপার স্ট্রাইকার এবং মৌসুমের সেরা ফ্যান্টাসি খেলোয়াড়ের জন্য থাকছে আলাদা নগদ পুরস্কার। 

রিয়াল মাদ্রিদের হয়ে ইয়ামালের খেলা অসম্ভব ব্যাপার

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০২:১৬ পিএম
রিয়াল মাদ্রিদের হয়ে ইয়ামালের খেলা অসম্ভব ব্যাপার
ছবি : সংগৃহীত

বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত ফুটবলারের নাম লামিনে ইয়ামাল। স্পেন দলের এই উদীয়মান উইঙ্গার, জাতীয় দল ছাড়াও দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন বার্সেলোনার হয়ে। তরুণ এই ফুটবলারের ফুটবলে মুগ্ধ সাবেক তারকারাও।

আগামী ৬ জুন ইউরো নেশন্স লিগের সেমিফাইনালে ফ্র্যান্সের বিপক্ষে স্পেনের হয়ে মাঠে নামবেন ইয়ামাল। 

সেই ম্যাচের আগে স্প্যানিশ রেডিও চ্যানেল ‘কদেন কপ’কে দিয়েছেন সাক্ষাৎকার। সেখানে কথা বলেছেন নিজের রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা এবং ব্যালন ডি’অর নিয়েও। 

উপস্থাপক যখন লামিনে ইয়ামালকে কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন কিনা এই প্রশ্ন করেন, তখন তরুণ এই তারকা কোনো রাখঢাক না রেখেই বলেন, ‘রিয়াল মাদ্রিদ? না। অসম্ভব। এ কথা ভুলে যাও।’

বার্সার এত তরুণ তারকা উঠে এসেছেন লা মাসিয়া থেকে। ছোটবেলা থেকেই যেই রিয়ালকে চিরপ্রতিদ্বন্দ্বি মেনে আসছেন, তাদের হয়ে খেলার কথা তিনি ভাবতেও পারেন না এটাই স্বাভাবিক। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিন গোল করেছেন ইয়ামাল। 

ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি ব্যালন ডি'অর নিয়ে ভাবি না, আমি জয় নিয়ে ভাবি। যদি আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ আর বিশ্বকাপ জিতি, তাহলে ওটা নিজেই আসবে। উপভোগ করতে হবে এবং সময়মতো যা হবার তা হবে।’

ফ্র্যান্সের বিপক্ষে ম্যাচটা ব্যালন ডি’অরের খেতাব নির্ধারণে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নও এসেছে ইয়ামালের সামনে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যালন ডি'অর কি এক ম্যাচের জন্য দেয়া হয়? নাকি বছরের সেরা খেলোয়াড়কে দেয়া হয়? আমি হলে বছরের সেরা খেলোয়াড়কেই ভোট দিতাম... আর আমি সেটা নিজের কাছেই রাখি।’ 

ব্যালন ডি’অরের দৌঁড়ে যারা এগিয়ে আছেন তাদের একজন ফ্র্যান্সের উসমান দেম্বেলে। তিনি ইয়ামালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি। সদ্যসমাপ্ত মৌসুমে জিতেছেন তিনি চারটি বড় শিরোপা। চ‍্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ, ফরাসি কাপ ও কোপ দেস চ্যাম্পিয়ন্স। আর ইয়ামাল জিতেছেন তিনিটি – লা লিগা, স্প‍্যানিশ কাপ ও স্প‍্যানিশ সুপার কাপ।

কোহলির জন্য চ্যাম্পিয়ন হতে চায় বেঙ্গালুরু

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০১:০৪ পিএম
কোহলির জন্য চ্যাম্পিয়ন হতে চায় বেঙ্গালুরু
ছবি : সংগৃহীত

সেই ২০০৮ সাল থেকেই তথা আইপিএলের প্রথম আসর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলে যাচ্ছেন বিরাট কোহলি। কিন্ত এখন পর্যন্ত জেতা হয়নি শিরোপা। চতুর্থবারের মতো ফাইনালে পা রাখা আরসিবির এবার যে করেই হোক শিরোপা ঘরে তুলতেই চায়।

রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি পাঁচবার করে শিরোপা জিতলেও তাদেরই সতীর্থ কোহলি কখনোই সেই শিরোপা স্পর্শ করতে পারেননি। এবার কেবল কোহলি নয়, পুরো বেঙ্গালুরু শিবির দৃঢ়প্রতিজ্ঞ চ্যাম্পিয়ন হতে। এমনকি পুরো বেঙ্গালুরু দলটা শিরোপা জিততে চায় কোহলির জন্য।

দলের বর্তমান অধিনায়ক রজত পাতিদার জানিয়েছেন, শুধু নিজের জন্য নয়—তারা কোহলির জন্যই ট্রফি জিততে চান। পাতিদারের ভাষায়, ‘কোহলি বেঙ্গালুরুকে অনেক কিছু দিয়েছেন, এবার সময় তাকে কিছু ফেরত দেওয়ার।’

এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে কোহলির দল। আইপিএলের দ্বিতীয় আসরে ২০০৯ সালে ডেকান চার্জার্সের কাছে ৬ রানে হেরে যায় বেঙ্গালুরুর। ২০১১ সালে ফের ফাইনালে জায়গা করে নিলেও চেন্নাইয়ের কাছে পরাজিত হয় ৫৭ রানে। সবশেষ ২০১৬ সালে সানরাইজার্সা হায়দরাবাদের বিপক্ষে পরাজয়ের স্বাদ পায় ৮ রানের ব্যবধানে। দীর্ঘ ৯ বছরের বিরতি শেষে ফাইনালে আবারও উত্তীর্ণ হলো ফ্র্যাঞ্চাইজিটি।

ফাইনালটা হতে যাচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল হলেও আরসিবি অধিনায়ক পাতিদার জানালেন, সমর্থকদের ভালোবাসায় মাঠ হবে যেন নিজেদের ঘরের। ইতিমধ্যে বহু সমর্থক বেঙ্গালুরু থেকে স্টেডিয়ামে গিয়েছেন, যা দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।

যে দলই জিতবে সে দলই প্রথমবারের মতো পাবে শিরোপার স্বাদ। আইপিএল এবার পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। সেই ফাইনালের উত্তেজনা ছুঁয়ে গেছে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আয়ারকেও। তিনি নিজেই জানিয়েছেন যে, দলকে ফাইনালে তোলার উত্তেজনায় তিনি মাত্র চার ঘণ্টা ঘুমিয়েছেন। 

দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইয়ের বিপক্ষে নিজের ইনিংসকে আয়ার অভিহিত করেছেন ক্যারিয়ারের সেরা বলে। 

ক্রীড়াঙ্গনে বাজেট বেড়েছে বরাদ্দ ২৪২৩ কোটি টাকা

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:০০ পিএম
ক্রীড়াঙ্গনে বাজেট বেড়েছে বরাদ্দ ২৪২৩ কোটি টাকা
ছবি : সংগৃহীত

নতুন অর্থবছরে ক্রীড়াঙ্গনে বাজেট বেড়েছে ৮৪২ কোটি, ২১ লাখ ৬৩ হাজার টাকা। ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট বাজেট বরাদ্দ করা হয়েছে ২ হাজার ৪২৩ কোটি টাকা। গত বছর এই বাজেট ছিল ১ হাজার ৫৮০ কোটি টাকা। গতকাল সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের বাজেট পেশ করেন। প্রস্তাবিত এই বাজেট পরিচালন ও উন্নয়ন এই দুই খাতে ব্যয় হবে।

উন্নয়ন খাতে ১ হাজার ৪৪০ কোটি ৩৭ লাখ টাকা এবং পরিচালন খাতে ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতে বাজেটের ৬২৭ কোটি ৯৫ লাখ টাকা এবং পরিচালন খাতে ৯৫২ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ ছিল। 

বরাদ্দকৃত বাজেট থেকে নতুন অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যে সব প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যয় করা হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো উপজেলা পর্যায়ে দ্বিতীয় পর্বে মিনি স্টেডিয়াম নির্মাণ, নড়াইলেনের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়নের পাশাপাশি ইনডোর স্টেডিয়াম এবং ভলিবল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রতিবছর বাজেটে যে খাতগুলোতে বরাদ্দ দেওয়া হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন-অংশগ্রহণ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান, ক্রীড়াক্ষেত্রে প্রতিভা অন্বেষণ, গ্রামাঞ্চলে ক্রীড়া পরিবেশ সৃষ্টি ও দক্ষ ক্রীড়াবিদ তৈরি, বিভিন্ন ক্রীড়া সংস্থাকে অনুদান প্রদান ও অসচ্ছল ক্রীড়াবিদদের কল্যাণ অনুদান প্রদান এবং ক্রীড়া স্থাপনা নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ।

ইয়ামালকে পেছনে ফেলে সেরা তরুণ খেলোয়াড় দুয়ে

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১১:২০ এএম
ইয়ামালকে পেছনে ফেলে সেরা তরুণ খেলোয়াড় দুয়ে
ছবি : সংগৃহীত

বার্সেলোনার তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন সবার। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করা ইয়ামাল ভেসেছেন প্রশংসায়।

বার্সেলোনা ফাইনাল খেললে ইয়ামালের হাতেই সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার উঠবে এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে যাওয়ায় তা আর হলো না।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা কিংবা সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব, কোনোটাই জুটলো না তার ভাগ্যে। সদ্যসমাপ্ত মৌসুমের সেরা খেলোয়াড় এবং সেরা তরুণ খেলোয়াড়, দুটোই গিয়েছে পিএসজির ঘরে। 

মৌসুমসেরা খেলোয়াড় হয়েছেন ওসমান দেম্বেলে এবং সেরা তরুণ খেলোয়াড় দিজিরে দুয়ে। ফাইনালে দুয়ে হয়েছিলেন সর্বকনিষ্ঠ গোলদাতা। ২১ বছর বয়সী এই ফুটবলার করেছিলেন জোড়া গোলও।

ইয়ামালের চেয়ে ৩ ম্যাচ বেশি খেললেও মাঠে দুয়ে খেলেছেন ৭৪০ মিনিট। অন্যদিকে, ইয়ামাল খেলছেন ১ হাজার ১০৩ মিনিট। 

দুয়ে ইয়ামালকে পেছনে ফেলেছেন ফাইনালের পারফরম্যান্সে। শনিবার রাতের ফাইনালে ৬৬ মিনিট মাঠে থেকে ২ গোল করার পাশাপাশি ১টি অ্যাসিস্টও করেছেন দুয়ে। এমন পারফরম্যান্সে সেরা একাদশেও জায়গা পেয়েছেন দুয়ে।

বার্সেলোনা ফাইনালে গেলে হয়তো পিএসজির মতো দুটো পুরস্কারই তাদের ঘরে যেতে পারতো। কেননা, দেম্বেলের প্রতিদ্বন্দ্বিও ছিল বার্সেলোনার রাফিনিয়া। তবে শিরোপা জিতে রাফিনহাকে লড়াই থেকে ছিটকে দিয়েছেন দেম্বেলে।

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ

জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্তার মিলান), মার্কিনহোন (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্দেস (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনহা (পিএসজি), রাফিনহা (বার্সেলোনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা), দেজিরে দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি)।