ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

সেপ্টেম্বরের মাসসেরা কামিন্দু মেন্ডিস

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৪৯ এএম
সেপ্টেম্বরের মাসসেরা কামিন্দু মেন্ডিস
ছবি : সংগৃহীত

নজরকাড়া পারফরম্যান্স করে আইসিসির সেপ্টেম্বরের মাসসেরা হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস। মাসসেরা হতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও স্বদেশী প্রবাথ জয়াসুরিয়াকে। 

সোমবার (১৪ অক্টোবর) বিকালে সেপ্টেম্বরের মাসের সেরা খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হয় কামিন্দু মেন্ডিসের। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন তিনি। আর সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট।

গেল চার টেস্ট ম্যাচে রানের বন্যা বইয়ে দেওয়া কামিন্দু ৯০.২০ গড়ে করেছেন ৪৫১ রান। মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ এবং ৬৪ রানের দুই ইনিংস খেলেন তিনি।

এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে গলে ১১৪ রানের লড়াকু ইনিংসের পর ১৮২ রানের ক্যারিয়ারসেরা ইনিং খেলেন দ্বিতীয় টেস্টে। সেই টেস্টে ইনিংস ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। 

প্রথম আট টেস্টের সবকটিতে কমপক্ষে একটি ফিফটি হাঁকানো প্রথম ব্যাটার কামিন্দু। একইসঙ্গে ৭৫ বছরের ইতিহাসে টেস্টে দ্রুততম ১ হাজার রানের মাইলফলকও গড়েছেন তিনি।

অক্টোবরের মাসসেরা হয়ে সাকিবকে পেছনে ফেললেন নোমান

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:২০ পিএম
অক্টোবরের মাসসেরা হয়ে সাকিবকে পেছনে ফেললেন নোমান
ছবি : সংগৃহীত

১৫ মাস ছিলেন জাতীয় দলের বাইরে। তবে যখন ফিরলেন একেবারে রাজার বেশে ফিরলেন। রাজসিক প্রত্যাবর্তন যাকে বলে আরকি। গেল অক্টোবর মাসে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে সিরিজ জয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা।

মুলতান ও রাওয়ালপিন্ডিতে ২০ উইকেট নিয়ে হয়েছেন পুরুষদের ক্রিকেটে আইসিসির অক্টোবরের মাসসেরা ক্রিকেটার। এই পুরস্কার জিততে গিয়ে একটি রেকর্ডও গড়েছেন এই স্পিনার। সবচেয়ে বেশি বয়সে মাসসেরার পুরস্কার জিতেছেন তিনি।

২০২১ সালের জানুয়ারি থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে আইসিসি। সেই থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার জিতেছেন নোমান। 

নোমানের আগে সবচেয়ে বেশি বয়সে মাসসেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশ পুরুষ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২০২৩ সালের এই পুরস্কার জিতেছিলেন সাকিব ৩৬ বছর বয়সে। 

অক্টোবরে নিউজিল্যান্ডকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা অ্যামেলিয়া কার হয়েছেন মাসসেরা। বিশ্বকাপে ৯০ স্ট্রাইকরেটে ১৩৫ রান করা কার বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। 

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। এবার পেলেন দ্বিতীয়বার।

অবরুদ্ধ করে জাতীয় দলে!

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
অবরুদ্ধ করে জাতীয় দলে!
ছবি : সংগৃহীত

টেনিস ফেডারেশনের ট্রেজার ও বাছাই কমিটির সদস্য খালেদ হায়দারকে অবরুদ্ধ করে ডেবিস কাপে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় বাছাই খেলোয়াড় হানিফ মুন্না। গতকাল রমনা টেনিস ফেডারেশন কার্যালয়ে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৫ এর প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে বাহরাইনে ২০ থেকে ২৩ নভেম্বর। বাংলাদেশ দল বাহরাইন যাবে ১৮ নভেম্বর। এই আসরকে সামনে রেখে গতকাল রমনা টেনিস ফেডারেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন চলমান অবস্থায়ই জাতীয় দলে সুযোগ না পাওয়া হানিফ মুন্না প্রতিবাদ জানাতে থাকেন। এ দিকে সংবাদ সম্মেলনে তিনি দ্বিতীয় বাছাই খেলোয়াড় হওয়ার পরও জাতীয় দলে না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিলন সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার ও বাছাই কমিটির সদস্য খালেদ আহমেদ। তারা হানিফ মুন্নার দলে না থাকার কারণ হিসেবে শৃঙ্খলাজনিত নানা ব্যাখ্যা দিচ্ছিলেন। এ সময় ফেডারেশনের পক্ষ থেকে রমনা থানায় যোগাযোগ করা হলে দুজন পুলিশ আসেন। কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেন বলে ফেডারেশন থেকে জানানো হয়।

এদিকে সংবাদ সম্মেলন শেষে খালেদ আহমেদ টেনিস ফেডারেশন থেকে বের হয়ে যাওয়ার পথে হানিফ মুন্না কয়েকজনকে নিয়ে তার পথ অবরুদ্ধ করে দাঁড়ান। পরে তিনি আবার ফেডারেশনে ফিরে যান। এ সময় হানিফ মুন্না ও তার লোকেরা তাকে রুমে অবরুদ্ধ করে রাখেন। তাকে অবরুদ্ধ করার আগে চলে যান সাধারণ সম্পাদক।

অবরুদ্ধকারীদের পক্ষ থেকে জানানো হয় হানিফ মুন্নাকে দলে না নিলে তাকে বের হতে দেওয়া হবে না। পরে এক প্রকার বাধ্য হয়ে হানিফকে জাতীয় দলে নেওয়া হয়। এ ব্যাপারে খালেদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে দলে নেওয়া হচ্ছে।’ সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার বলেন, ‘আমার এখানে কোনো হস্তক্ষেপ নেই। বাছাই কমিটি সব কিছু বিচার-বিবেচনা করে দল গঠন করেছে।’ এ ব্যাপারে হানিফ মুন্না তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ঘটনা অস্বীকার করে বলেন, ‘তারা আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পেরে আমাকে দলে নিয়েছে। আমি শুধু আমাকে দলে না নেওয়াতে প্রতিবাদ করেছি।’ 

নাহিদ রানার প্রশংসায় ইয়ান বিশপ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:৩০ পিএম
নাহিদ রানার প্রশংসায় ইয়ান বিশপ
ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটেব আগেই অভিষেক হয়েছে নাহিদ রানার। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে রেখেছিলেন দারুণ ভূমিকা। গতকাল আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের ১৫০তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হলো নাহিদ রানার।

বাংলাদেশ ৫ উইকেটের ব্যবধানে হেরে সিরিজও হেরেছে ২-১ ব্যবধানে। ২২ বছর বয়সী এই পেসার ১০ ওভার বল করে ৪০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। তার গতি ও বোলিংয়ের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ন বিশপ। 

শারজার মন্থর উইকেটেও ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন, তুলেছেন ১৫১ কিলোমিটার গতিও।

তরুণ পেসারদের নিয়ে বরাবরই রোমাঞ্চিত অনুভব করেন এই ধারাভাষ্যকার। গতকাল নাহিদ রানার বোলিংয়ে অভিভূত হয়ে গতকাল এক্সে লিখেন, ‘বাংলাদেশকে সক্রিয় হতে হবে। সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ ও ডায়েটিশিয়ানকে চাকরি দিতে হবে। নাহিদ রানা ও তাদের ফাস্ট বোলিং দলটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। নাহিদের গতি খুবই প্রশংসনীয়।’

ওয়ানডে র‌্যাঙ্কিং আফগানিস্তানের পেছনে বাংলাদেশ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:২২ পিএম
আফগানিস্তানের পেছনে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে হেরে ২-১ ব্যবধানে সিরিজে পরাজিত হয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হেরে আফগানিস্তানের পেছনে পড়ে গেল বাংলাদেশ।

ওয়ানডে ক্রিকেটের দলীয় র‌্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল বাংলাদেশ। সিরিজ জিতে বাংলাদেশকে টপকে আটে উঠে এসেছে আফগানিস্তান। 

বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলেরই পয়েন্ট সমান ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় বাংলাদেশ নয়ে নেমে গেছে আর র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়ে আফগানিস্তান উঠে গেছে আটে। 

সিরিজ শুরুর আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৬ আর আফগানিস্তানের ৮৫। সবশেষ তিন সিরিজে দারুণ খেলেছে আফগানিস্তান। একে একে তারা হারিয়েছে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। 

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। দুইয়ে আছে অস্ট্রেলিয়া, তিনে পাকিস্তান বাকি অবস্থানগুলোতে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। 

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশের নীচে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকেও পিছিয়ে ১৩ নম্বরে আছে। 

প্যারাগুয়েতে নিষিদ্ধ মেসি ও আর্জেন্টিনার জার্সি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৩৩ এএম
প্যারাগুয়েতে নিষিদ্ধ মেসি ও আর্জেন্টিনার জার্সি
ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ে। প্রতিপক্ষে মাঠেই সেই ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। তবে সেই ম্যাচের আগে অদ্ভুত এক নিয়ম করেছে প্যারাগুয়ে। 

মেসির নাম সংবলিত ও আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ঢোকা যাবে না স্টেডিয়ামে। হোম টিমের সুবিধা পাওয়ার জন্যেই এমন নিষেধাজ্ঞা দিয়েছে প্যারাগুয়ে। 

প্যারাগুয়ে এফএ-র তরফ থেকে জানানো হয়েছে, ‘প্যারাগুয়ের জার্সি না পরে কেউ যদি বিপক্ষ দলের প্লেয়ারের নাম লেখা জার্সি পরে খেলা দেখতে আসেন, তার মাঠে প্রবেশাধিকার নেই।’

কেবল মেসির নাম সংবলিত ১০ নম্বর জার্সি নয়, আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েও মাঠে ঢুকতে পারবেন না স্থানীয় কোনো দর্শক। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না।’

এমন নিয়ম করার পেছনে প্যারাগুয়ে ফুটবল সংস্থার তরফ থেকে যুক্তি দাঁড় করানো হয়েছে, ‘কোনো প্লেয়ারের বিরুদ্ধে আমরা নই। প্লেয়ারদের আমরা শ্রদ্ধাই করি। কিন্তু হোম অ্যাডভান্টেজ দরকার।’ 

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের এই নিয়মকে বলছে ‘অ্যান্টি–লিওনেল মেসি’ ব্যবস্থা। আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটি মাঠে গড়াবে ১৫ নভেম্বর।