
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে চলছে বাফুফে নির্বাচন। ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টায়। ভোট গণনা শেষে আজ রাতেই প্রকাশ করা হবে ফলাফল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পেয়ে যাবে নতুন সভাপতি, সহ-সভাপতি এবং সদস্য। তার আগেই, নতুন কমিটির কোর্টে বাফুফের ৬১ কোটি টাকার বাজেট।
আজ দুপুর ২টায় ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার হয়েছে বাফুফের সাধারণ সাধারণ সভা। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের শেষ এজিএমে ২০২৫ সালের বাজেট পাশ হওয়ার কথা ছিল। কিন্তু নানান অভিযোগ এবং অনিয়মের কথা তুলে সেটা থামিয়ে দেওয়া হয়। তাই নতুন কমিটিকে এজিএম বা ইজিএম করে পাশ করতে হবে বাজেট।
গত ৩ অক্টোবর সাবেক কমিটির অধীনে সর্বশেষ কার্যনির্বাহীর সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই বাজেট পাশ হওয়ার কথা ছিল, যা হয়নি। পরবর্তীতে এ নিয়ে আরেকটি সভা হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। এ প্রসঙ্গে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় সিনিয়র সহ-সভাপতি হওয়া ইমরুল হাসান বলেছেন, ‘আমাদের ডেলিগেটরা এটি নতুন কমিটির কাছে পাশ করাতে চেয়েছে।’
এদিকে বাজের নিয়ে প্রশ্ন তুলেছেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাগ আল ফুয়াদ। তিনি বলেছেন, ‘বাজেটে জেলা ফুটবল নিয়ে কিছু নেই। আয়-ব্যায়ের হিসাব নিয়েও অনেক আপত্তি রয়েছে।’ এক কথায়- চতুর্মুখী চাপেই আজকের এজিএমে পাশ হয়নি ৬১ কোটি টাকার বাজেট। যেখানে আয় দেখানো হয়েছিল ৪৭ কোটি টাকা এবং ঘাটতি ছিল ১৪ কোটি টাকার।