ঢাকা ২০ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ভিনির ব্যালন ডি’অর না জেতা ‘অন্যায়’ মনে করেন দরিভাল

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১১:৩৩ এএম
ভিনির ব্যালন ডি’অর না জেতা ‘অন্যায়’ মনে করেন দরিভাল
ছবি : সংগৃহীত

সবশেষ ২০০৭ সালে ব্রাজিলের কোচ ফুটবলার জিতেছিলেন ব্যালন ডি’অর। এসি মিলানের হয়ে হয়ে দারুণ পারফরম্যান্স করে জিতেছিলেন এই খেতাব। কিন্তু এরপর থেকে ব্রাজিলের আরকোনো খেলোয়াড়ই নিতে পারেনি এই পুরস্কারের স্বাদ। ধারণা করা হয়েছিল এবার ব্রাজিলের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিনিসিয়ুসের হাতে উঠতে যাচ্ছে।

ব্যালন ডি’অর। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ২০২৪ সালের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন ম্যানসিটির হয়ে খেলা স্পেনের মিডফিল্ডার রদ্রি।

ভিনি নিজেও আত্মবিশ্বাসী ছিলেন যে এবারের ব্যালন ডি’অর তিনিই পেতে যাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত তা হওয়ায় তিনি মনে করেন, বর্ণবাদের বিপক্ষে কথা বলায় তাকে জিততে দেওয়া হয়নি এই পুরস্কার। 

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না জেতা মানতে পারছেন না ব্রাজিলিয়ানরা। দলটির কোচ দরিভাল জুনিয়র তো জানিয়েই দিয়েছেন এটা ‘অন্যায়’।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দুটি ম্যাচ রয়েছে এই নভেম্বরে। সেই দুই ম্যাচের জন্য ভিনিকে রেখেই ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। 
স্কোয়াড ঘোষণার সময় ভিনির ব্যালন ডি’অর নিয়ে নিজের হতাশার কথাও জানিয়েছেন দরিভাল।

ব্রাজিলের কোচ বলেন, ‘তার সঙ্গে আমার (ব্যালন ডি’অর দেওয়ার) আগের দিন কথা হয়েছে, পরে হয়নি। সরাসরি কথা বলতে হবে। আমার মতে, এটা অন্যায়। এটা ব্যক্তিগত পুরস্কার। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষ্ণ ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা সে-ই (ভিনি)।’

দরিভাল আরও বলেন, ‘যে এই পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমি নই। (রদ্রি) সে স্প্যানিশ ও বিশ্ব ফুটবলের জন্যই দারুণ খেলোয়াড়। অনেকবার নিজেকে চিনিয়েছে। কিন্তু ভিনিসিয়ুস যা করেছে, সে জন্য তার অন্য রকম স্বীকৃতি প্রাপ্য ছিল। তবে ভিনিসিয়ুস সম্ভবত সেরা যে পুরস্কারটি জিতেছে, সেটি তার (দেশের) মানুষের সম্মান ও ভালোবাসা। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, এটা অন্যায়।’

জুনিয়র এশিয়া কাপ হকি চীনকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
চীনকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকিতে চীনকে হারিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। ওমানের মাসকাটে বুধবার (৪ ডিসেম্বর) পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে ৬-৩ গোলের জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে পঞ্চম হয়ে প্রতিযোগিতায় নিজেদের মিশন শেষ করল মওদুদুর রহমান শুভর দল।

মঙ্গলবার থাইল্যান্ডকে হারিয়ে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলাও নিশ্চিত হয় তাদের।

যুব এশিয়া কাপের এই আসর থেকে সেরা ৭টি দল আগামী বছর অনুষ্ঠিত যুব বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ ১০ দলের মধ্যে পঞ্চম হয়ে আসর শেষ করল। 

প্রথম কোয়ার্টারের খেলা ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ আধিপত্য দেখায়। চীন এক গোল পেলেও বাংলাদেশ আদায় করে তিন গোল। সুবাদে ৪-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

তৃতীয় কোয়ার্টারে গোল আদায় করে লড়াইয়ের বার্তা দিয়েছিল চীন (৪-৩)। কিন্তু চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ দুই গোল আদায় করে (৬-৩) ম্যাচ নিজেদের করে।

বাংলাদেশের পক্ষে তিনটি করে গোল করেন মো. হাসান ও আমিরুল ইসলাম। শেষ কোয়ার্টারে বাংলাদেশের দুটি গোলই করেন মো. হাসান। ম্যাচের প্রথম গোলটিও এসেছিল তার স্ট্রিক থেকে। তার তিনটি গোলই এসেছে ফিল্ড গোল থেকে। আর আমিরুল তার তিনটি গোলই করেছেন পেনাল্টি কর্নার থেকে।

চা শ্রমিকের বেশে দুই অধিনায়কের ফটোসেশন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম
চা শ্রমিকের বেশে দুই অধিনায়কের ফটোসেশন
ছবি : মামুন হোসেন

সিলেটে কোনো সিরিজ আয়োজিত হলেই দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটোসেশন হয় চা বাগানে। তবে এবার চা বাগানে অন্য আঙ্গিকে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের দুই অধিনায়কের ফটোসেশন হয়েছে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে। 

আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। সেই সিরিজকে সামনে রেখে চা শ্রমিকদের বেশে ট্রফি নিয়ে ফটোসেশন করেছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও  আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক গ্যাবি লুইস।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ১৭০ বছরের পুরোনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল। বাকি দুই ম্যাচও হবে একই ভেন্যুতে ৭ ও ৯ ডিসেম্ব। 

এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী আয়ারল্যান্ড।

পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পিএম
পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ
ছবি : সংগৃহীত

২০১৯ সালে মামাতো বোন সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এবার তাদের ঘরে এসেছে নতুন অতিথি। এই দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্র সন্তান।

বিয়ের সাড়ে পাঁচ বছর পর বাবা হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে।

সেই পোস্টে তিনি সুখবর জানিয়ে মা ও নবাগত সন্তানের সুস্থ থাকার খবরটিও জানিয়েছেন। দোয়াও চেয়েছেন তিনি সেই পোস্টে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন। 

গোলউৎসব করে বার্সার জয়ে ফেরা

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
গোলউৎসব করে বার্সার জয়ে ফেরা
ছবি : সংগৃহীত

লা লিগায় সাম্প্রতিক ফর্মটা সুখকর ছিল না বার্সেলোনার। সবশেষ তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে ক্লাবটি আর ড্র কেবল এক ম্যাচ। মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে থাকা দলটি হুট করেই হয়ে পড়ে ছন্দহীন। তবে এবা জয়ের ধারায় ফিরেছে দলটি গোলউৎসবে মায়োর্কার বিপক্ষে বড় জয় পেয়ে।

হান্সি ফ্লিকের শিষ্যরা ঘুরে দাঁড়ানোর ম্যাচে জিতেছে ৫-১ গোলের ব্যবধানে। এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আপাতত সুসংহত থাকল দলটির। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মায়োর্কার মাঠেই এই বিশাল জয় পায় বার্সেলোনা। এই জয়ে জোড়া গোল এসেছে রাফিনহার পা থেকে এবং একটি করে গোল করেন ফেরান তোরেস, ডি ইয়ং এবং পাও ভিক্তর। 

মায়োর্কার মাঠে সফরকারীরা এগিয়ে যায় প্রথমার্ধেই। ১২ মিনিটে ফেরান তোরেসের গোল ম্যাচে লিড এনে দেয় বার্সাকে। তবে বিরতিতে যাওয়ার আগেই ৪৩ মিনিটে স্বাগতিকরা ম্যাচে সমতা ফেরায় মারিকির গোলে।

বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে আরেকবার এগিয়ে যায় বার্সা। ইয়ামালকে বক্সে ফেলে দেন মায়োর্কার এক ডিফেন্ডার। ফলে পেনাল্টি পেয়ে বার্সাকে এগিয়ে নেন রাফিনহা। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ইয়ামালের চমৎকার পাস কাজে লাগিয়ে।

ডি ইয়ং বলদি নেমে ৭ মিনিটের মাথায় ম্যাচের ৭৯ মিনিটে পেয়ে যান জালের দেখা। প্রতিপক্ষের ডিফেন্ডার বক্সের ভেতর বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান ডাচ মিডফিল্ডার। 

পরে ৮৪ মিনিটে আরেকটি গোলের দেখা পায় বার্সেলোনা। সেই গোলে কাট-ব্যাকে অ্যাসিস্ট করে ৭৩ মিনিটে ফেরানের বদলি নামা ভিক্টর। ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। 

১৬ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আরও সিরিজসেরা হওয়ার প্রত্যয় তাসকিনের

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পিএম
আরও সিরিজসেরা হওয়ার প্রত্যয় তাসকিনের
ছবি : সংগৃহীত

দ্বিতীয় টেস্টে ১০১ রানের ব্যবধানে জিতে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ হয়েছে। দারুণ পারফরম্যান্স করে উইন্ডিজের জেইডেন সিলসের সঙ্গে যৌথভাবে সিরিজসেরা হয়েছেন তাসকিন আহমেদ।

প্রথম টেস্টে বাংলাদেশ ২০১ রানের বড় ব্যবধানে হারলেও তাসকিন বল হাতে ভালো করেছিলেন। প্রথম ইনিংসে ২ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে নেন ফাইফার। ৬৪ রানে ৬ উইকেট শিকার করে সেই টেস্টে মোট ১০ উইকেট শিকার করেন তিনি। লাল বলের ক্রিকেটে যা কিনা তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিং।

দ্বিতীয় টেস্টে নাহিদ রানা ও তাইজুল দুই ইনিংসে শিকার করেন ফাইফার। দ্বিতীয় ইনিংসের ফাইফারে ম্যাচসেরা হয়েছেন তাইজুল। এই দুই বোলারের ছায়াও থাকলেও দুই ইনিংস মিলিয়ে তাসকিনের শিকার ৩ উইকেট। 

অ্যান্টিগা ও জ্যামাইকায় সবমিলিয়ে তাসকিনের শিকার ১১ উইকেট। টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তিনি। ১টি উইকেট কম শিকার করলেও ১০ উইকেট ঝুলিতে থাকা সিলস শতাব্দীর সেরা হাড়কিপটে বোলিংয়ে ভাগ বসিয়েছেন তাসকিনের কীর্তিতে।

২০১৭ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া তাসকিন প্রথমবারের মতো হয়েছেন সিরিজসেরা। এমন কীর্তিতে তাই তার উচ্ছ্বাসের মাত্রাটাও একটু বেশিই। প্রথমবার এমন স্বীকৃতির অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাসকিন জানালেন, আল্লাহ চাইলে ভবিষ্যতে এমন অর্জন আরও আসবে।

ঊচ্ছ্বসিত্ন তাসকিন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগান্তিতে পড়ে। আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের মাটিতে পাকদের বিপক্ষে সিরিজ জয়ের পর আমরা কয়েকটি সিরিজ হেরে যাওয়াতে মানসিকভাবে দমে গিয়েছিলাম। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।’

সিরিজসেরা হওয়ার অনুভূতিও প্রকাশ করেছেন তাসকিন, ‘দুটি ম্যাচেই আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালা আমাকে এই পুরস্কার দিয়েছেন ম্যান অব দা সিরিজ হিসেবে। ইনশাআল্লাহ, ম্যানি মোর টু কাম (আরও অনেক আসবে)।’

পেসারদের সাধারণত ক্যারিয়ারজুড়েই লড়াই করতে হয় চোটের সঙ্গে। তাসকিন নিজেও পড়েছেন বেশ কয়েকবার চোটে। দিনকয়েক আগে সেরে উঠেছেন কাঁধের চোট থেকে। সে প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘আমি আমার কাঁধের সমস্যা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার অনেক চেষ্টা করছিলাম। এখন আগের চেয়ে ভালো আছে (অবস্থা)। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’