১৪ মাসের বিরতি শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। চলমান জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে সিলেট বিভাগের হয়ে মাঠে ফিরছেন তিনি।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে ইবাদতের ইনজুরির উন্নতির খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।
২০২৩ সালের জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন এসিএল ইনজুরিতে পড়ে খেলা হয়নি ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও।
সিলেট বিভাগকে প্রতিনিধিত্ব করা ইবাদত চলমান জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে নামবে নভেম্বরের ৯ তারিখ।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকবাজকে জানিয়েছেন, ‘পরিকল্পনা অনুযায়ী এনসিলের চতুর্থ রাউন্ডে তার মাঠে নামার কথা। আমরাও দেখতে চাই প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার পর সে কেমন বোধ করে।
তিনি আরও বলন, ‘এটি তার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ, সেখানে কিছু বিধিনিষেধও থাকবে (তার বোলিং নিয়ে)।
‘ইবাদতকে তার ছন্দ ফিরে পেতে হবে এবং এটি ফিরে পাওয়ার একমাত্র উপায় ম্যাচে বোলিং করে আর আমরাও সেদিকে নজর রাখছি এই মুহূর্তে। তিনি বোলিং করে স্বাচ্ছন্দ্যবোধ করেন তবে সবকিছু ঠিক আছে কিন্তু যদি সেটি না হয় তাহলে তার কিছু সময় পাবে তা থেকে সেরে উঠতে এবং সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারবে যেগুলোতে উন্নতি প্রয়োজন’ – যোগ করেন দেবাশীষ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ইবাদতকে দলে ভিড়িয়েছে আগামী মৌসুমের জন্য। ডিসেম্বরের ৩০ তারিখ শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল।
সম্প্রতি ভারত সফরে দলের সঙ্গে ছিলেন ইবাদতও। টিম ম্যানজমেন্টের কাছাকাছি অবস্থান করে পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য।