ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ইংল্যান্ডের বিপক্ষেও প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হারে পাকিস্তান। পরে অবশ্য বাকি দুই টেষ্ট হেরে সিরিজ জিতে নিয়েছিল তারা।
অন্যদিকে, দুই যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত।
টার্নিং উইকেটে পাকিস্তানের পারফরম্যান্সের প্রশংসা করে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন সরাসরি বলে দিয়েছেন, ‘আমি ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ দেখতে চাই। টার্নিং উইকেটে এই মুহূর্তে পাকিস্তান ভারতকে হারিয়ে দেবে।’
মেলবোর্নে চলমান অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজে ধারাভাষ্য দেওয়ার সময় মাইকেল ভন এই মন্তব্য করেন। তার সেই মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন ওয়াসিম আকরাম, ‘এটা (ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ) বিশাল কিছু হবে। এটা খেলাটার জন্য ভালো হবে, ভালো হবে দুই ক্রিকেটপাগল জাতির জন্যও। স্পিনিং ট্র্যাকে পাকিস্তানের এখন ভারতকে হারানোর সম্ভাবনা বেশি। তারা নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে দুমড়েমুচড়ে গিয়েছে।’
সবশেষ ২০০৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ মাঠে গড়িয়েছিল। আর সাদা বলের সবশেষ সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালে। সেই সিরিজে ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান আর টি-টোয়েন্টি সিরিজটি ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।