টেস্ট পরিবারের সদস্য হওয়ার পর খুব সম্ভবত এবারই প্রথম বাংলাদেশ দল কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়েছে, যা নিয়ে দেশবাসীর খুব একটা আগ্রহ নেই। তা যেমন দেশ ছাড়ার আগে-পরে, তেমনি আজকের প্রথম ম্যাচকে সামনে রেখেও। মরুর বুকে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে আজ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
ক্রিকেট দলের প্রতি এ রকম অনাগ্রহের কারণ অব্যাহত ব্যর্থতার পাশাপাশি নারী ফুটবলে দলের অভূতপূর্ব সাফল্য। পাকিস্তানকে তাদের মাটিতে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করার পর বাংলাদেশ দলকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ অতীতের তুলনায় বেড়ে আকাশচুম্বি হয়ে উঠেছিল। কিন্তু তা মুহূতেই মিলিয়ে যেতে সময় লাগেনি।
পাকিস্তানকে ধবলধোলাই করার পর ভারত সফরে এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ দল খুবই বাজেভাবে নাজেহাল হয়ে হার মানে। ন্যূনতম কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। বাংলাদেশ দল এতটাই বাজে খেলেছে যে কানপুর টেস্টে আড়াই দিনেরও বেশি সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও সেই টেস্ট বাংলাদেশ দল বাঁচাতে পারেনি। ভারত এমন খেলা খেলেছে যে, দেখে মনে হবে তাদের হাতে রিমোট কন্ট্রোল যেভাবে চাচ্ছে, সেভাবেই হচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা বাজেহার ক্রিকেটপ্রেমীদের যারপরনাই হতাশ করে। দলীয় ব্যর্থতার পাশাপাশি অধিনায়ক নাজমুলও রান খরায় ভুগতে থাকায় অধিনায়কত্ব ছাড়ারও সিদ্ধান্ত নেন। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেন।
ক্রিকেট দলের এ রকম ব্যর্থতার মাঝেই সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা শিরোপা অক্ষুণ্ন রেখে দেশবাসীকে উল্লাসে ভাসার উপলক্ষ তৈরি করে দেয়। প্রধান উপদেষ্টা পর্যন্ত তাদের সংবর্ধনা দেন। এখনো চলছে মেয়েদের সাফল্যের সেই স্রোত। এরই মাঝে আবার নাজমুল হোসেন শান্ত তার বাহিনী নিয়ে খেলতে নামছেন ওয়ানডে ম্যাচ। যেখানে নেই তাদের প্রতি সে রকম কোনো প্রত্যাশা। সবার ভাবনা এমন যে সাফল্য আসলে ভালো, না আসলে নতুন আর কি?
তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বেশি ধারাবাহিক ওয়ানডে ক্রিকেটে। আফগানিস্তানের বিপক্ষেও পরিসংখ্যান ভালো। ১৬ বারের মোকাবিলায় বাংলাদেশের জয় ১০টিতে। বাকি ৬টিতে জয় আফগানিস্তানের। আবার আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ তিনবারের মোকাবিলাতে বাংলাদেশেই জিতেছে সব কটিতেই। এমনকি বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। সেখানেও বাংলাদেশ জয় ছিল ৪ উইকেটে। সব মিলিয়ে যায় আজকে মাঠে নামার আগে সব কিছুই বাংলাদেশের অনকূলে। কিন্তু যখনই টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতা সামনে চলে আসে, তখনই সব কিছু উধাও হয়ে যায়। সামনে চলে আসে শুধুই অন্ধকার। যে অন্ধকার ভেদ করে আলো জ্বালানো নাজমুল হোসেন শান্ত বাহিনীর জন্য অনেক কঠিনই।
এই কঠিন আরও কঠিনতর হয়ে উঠছে আফগানদের সাম্প্রতিক সাফল্য। এই শারজাহ হতেই তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজি জিতেছে ২-১ ব্যবধানে। যেখানে তারা প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল। শারজাহ এখন আফগানিস্তানের হোম গ্রাউন্ড। ব্যাটে-বলে তারা ব্যালেন্সড। বোলিংয়ে একদিকে যেমন আছেন রশিদ খান, ফজলহক ফারুকী, নুর আহমেদ, মোহাম্মদ নবী, গজনফর, নানগেইয়ালি খারুতি, তেমনি ব্যাটিংয়ে ভরসার নাম রহমতউল্লাহ গুরবাজ, গুলবাদিন নাইব, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদী, আজমতউল্লাহ ওমরজাই।
এই শারজাহ আবার বাংলাদেশ দলের জন্য অচেনা! কারণ সর্বশেষ তারা এই স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ খেলেছিল ১৯৯৫ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। হেরেছিল ৬ উইকেটে। সময়ের হিসাবে ২৯ বছর। বর্তমান দলের অনেকেরই সে সময় জন্ম হয়নি। অবশ্য ওয়ানডে ম্যাচ না খেললেও এই সময়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যদিও সেখানে নেই কোনো জয়। সর্বশেষ ম্যাচ খেলতে নেমে হেরেছিল আবার এই আফগানিস্তানের কাছেই ২০২২ সালে এশিয়া কাপে ৭ উইকেটে। যে কারণে আজকের ম্যাচ হবে বাংলাদেশের পায়ের নিচের মাটি খুঁজে পাওয়ার মতো।
২৯ বছর পর শারজাহ বাংলাদেশ খেলতে নামছে একটি মাইলফলককে সামনে রেখে। আজকের ম্যাচ শারজাহ স্টেডিয়ামের ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়হীন থাকা বাংলাদেশ দলের সামনে তাই মাইলফলকের ম্যাচকে জয় দিয়ে স্মরণীয় করে রাখার বিরল সুযোগ। এ সম্ভাবনাকে কাজে লাগানোর পথে বাংলাদেশ দল কিন্তু মাঠে নামার আগেই বিরাট এক হোঁচট খেয়েছে। কারণ ভিসা সমস্যার কারণে ১৫ জনের দলের দুজন নাসুম আহমেদ ও নাহিদ রানা এখনো যেতে পারেননি। যে কারণ ১৩ জনের দল থেকেই সাঝাতে হবে একাদশ। এই ১৩ জনের দলের ১০ জনই খেলেছেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে। সেই দলের নেই শুধু এনামুল হক বিজয়। বাকি ১০ জন হলেন তানজিদ তামিম (সৌম্য সরকারে কানকাসন সাব হিসেবে খেলেছিলেন), নাজমুল, তাওহিদ, মাহমুদউল্লাহ, মুশফিক, মিরাজ রিশাদ, তাসকিন, শরিফুল, মোস্তাফিজ। এই ১০ জনকে খেলালে, সেখানে শুধু ঢুকবেন জাকির, সৌম্য কিংবা জাকের আলীর মাঝে যে কোনো একজন। আবার একাধিকও হতে পারে।