সংযুক্ত আরব-আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে প্রায় ৮ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। দেশে কিংবা দেশের বাইরে যেখানেই খেলুক না কেন, বাংলাদেশ দল সবসময় দর্শকদের সমর্থন পেয়ে আসছে।
সংযুক্ত আরব আমিরাতে এর আগে ২০১৮ এশিয়া কাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের ভরপুর উপস্থিতি ছিল গ্যালারিজুড়ে। এমনটা এবারও আশা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দর্শকরা বাড়তি অনুপ্রেরণা যোগ করে উল্লেখ করে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অবশ্যই, দর্শক তো আমার মনে হয় শুধু এখানে না, সব জায়গা তে গেলেই আমাদের সমর্থন দিতে আসেন। এখানেও আমি আশা করবো পুরো গ্যালারিজুড়ে আমাদেরই দর্শক থাকবে এবং দলকে সমর্থন দিতে আসবে। এটা তো অবশ্যই বাড়তি প্রেরণা যোগায়। দেশের বাইরে খেলতে আসছি, এখানে সমর্থন পাচ্ছি এটা অনেক বড় ব্যাপার।’
পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয়ের পর বড় আশা নিয়ে ভারতে গেলেও সেখানে বাজেভাবে হেরেছে শান্তরা ২-০ ব্যবধানে। সেই ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত ছিল ভারত সফরের পরও। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে ২-০ ব্যবধানে।
টানা হারে অনেকটাই হতাশ বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা। এরপরও প্রবাসী বাংলাদেশিরা মাঠে আসবেন এমনটা আশা করে শান্ত বলেন, ‘মাঠে আসবেন, খেলা দেখবেন এবং বাংলাদেশ দলকে অনেকবেশি সমর্থন করবেনল।’
শারজাহতে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এখন পর্যন্ত দুই দলের ১৬ সাক্ষাতে ১০০ বার জিতেছে বাংলাদেশ আর ৬ বার জয় পেয়েছে আফগানিস্তান।