প্রায় ৮ মাস পর ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটিও নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে ৩ ইনিংসে ১৬৩ রান করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা চান তিনি নিজেও।
সিরিজের প্রথম ওয়ানডেতে ১২২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। তবে যে সিরিজ চলে গেছে সেটি নিয়ে না ভাবে নতুন সিরিজে পরিস্থিতি অনুযায়ী খেলতে চান শান্ত, ‘যেটা শেষ হয়ে গেছে শেষ। আমার মনে হয় যে নতুন একটা সিরিজ আর চেষ্টা সেভাবেই থাকবে কীভাবে আমি অবদান রাখতে পারি। লক্ষ্যটা থাকবে ম্যাচে যেই পরিস্থিতিতে যেভাবে ব্যাটিং করা দরকার, সেভাবে যেন করতে পারি।’
তবে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ যে মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য সেটিও বেশ ভালো জানা আছে শান্তর। বিশেষ করে শারজাজ’র উইকেটে আফগানিস্তানের বোলাররা সুবিধা পাবেন যা সবারই জানা।
যদিও শান্ত বিশ্বাস করেন নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে পারলে কোনো সমস্যা হবে না ভালো করতে, ‘অবশ্যই এই কন্ডিশনে আফগানিস্তান অনেক ভালো দল। তবে আমি যেটা মনে করি আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাদের বিপক্ষে আমরা অনেক ভালো করবো।’
শারজাহতে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এখন পর্যন্ত দুই দলের ১৬ সাক্ষাতে ১০০ বার জিতেছে বাংলাদেশ আর ৬ বার জয় পেয়েছে আফগানিস্তান।