সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ফলে বাংলাদেশ ফিল্ডিং করবে আগে।
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টা বাজে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে শারজা ক্রিকেট গ্রাউন্ড ভেন্যু হিসেবে প্রথমবারের মতো ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কীর্তি গড়তে চাচ্ছে।
মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনা হয়েছে একটি। এনামুল হক বিজয়ের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকির হাসান।
আফগানিস্তানের হয়ে সেদিকুল্লাহ আতেলের অভিষেক হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, ঘানজানাফার, নাঙ্গেয়ালিয়া খারোতি, ফজলহক ফারুকী।