প্রথমবারের মতো কোনো ভেন্যু ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করলো। রেকর্ডটি গড়েছে শারজাহ’র ক্রিকেট গ্রাউন্ড। বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এই রেকর্ডটি হয়েছে।
বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ওয়ানডেটি শারজাহ’র মাঠে ৩০০ তম আন্তর্জাতিক ম্যাচ। ফলে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশও।
১৯৪৮ সালে নির্মিত শারজাহ ক্রিকেট গ্রাউন্ড আশি ও নব্বই দশকের অনেক জনপ্রিয় ক্রিকেট ম্যাচের সাক্ষী।
৩০০ আন্তর্জাতিক ম্যাচের ভেতর এই মাঠে ওয়ানডে হয়েছে ২৫৩টি আর টেস্ট ৯টি। অন্যদিকে টি-টোয়েন্টি হয়েছে ৩৮টি।
এই তালিকায় দুইয়ে অবস্থান করছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ২৯১ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে তারা। যার মধ্যে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ১৮টি।
তিনে অবস্থান করা মেলবোর্ন ১১৬ টেস্ট, ১৫২ ওয়ানডে এবং টি-টোয়েন্টি আয়োজন করেছে ১৯ টি আর সবমিলিয়ে সেখানে ম্যাচ হয়েছে ২৮৭টি।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবও আছে এই তালিকায় ২৬৭ ম্যাচ আয়োজন করে। ১৪৭ টেস্ট, ৭০ ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজন করেছে এই মাঠটি ৪৬টি।
ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২৭৭ ম্যাচের ১৪৭টিই টেস্ট ৭০টি ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজিত হয়েছে ১০টি।
তালিকায় ছয়ে অবস্থান বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। ২১১ ম্যাচ আন্তর্জাতিক আয়োজ়ন করেছে এই মাঠ। যার মধ্যে টেস্ট ২৮, ওয়ানডে ১২০ এবং টি-টোয়েন্টি ৬৩।