দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়া লিগের (বিপিএল) ১১তম আসর। আসন্ন আসরের প্রধান স্পন্সরে হিসেবে যুক্ত হয়েছে ডাচ-বাংলা ব্যাংক।
বুধবার (৬ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।
ডাচ-বাংলা বাংক ছাড়াও তাদের মোবাইল ফিয়ান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে কো স্পন্সর এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে।
১১তম আসরের নামকরণ করা হয়েছে ‘ডাচ-বাংলা ব্যাংক বিপিএল টি-টুয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’। প্রথমবারের মতো বিপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ডাচ-বাংলা ব্যাংক।
লোগো উন্মোচনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট ডাচ-বাংলা ব্যাংক এর আগেও বাংলাদেশের ক্রিকেটের অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করেছে। দেশের প্রথম টেস্ট ম্যাচ আয়োজনসহ হোম সিরিজগুলোতে দীর্ঘ সময় ধরে এই ব্যাংকটি স্পন্সর ছিল। তবে এবারই প্রথমবারের মতো বিপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হলো তারা।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে সাতটি দল অংশ নেবে।