গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। পাঁচ দলের সমন্বয়ে আয়োজিত হতে যাওয়া এই আসরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন এই পেসার।
চলতি মাসের ২৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে লিগটি, শেষ হবে ৭ ডিসেম্বর। গায়ানা ছাড়াও অংশ নিতে যাচ্ছে চার দেশের চারটি ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ১১ ম্যাচের এই আসরে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
সুযোগ পেলেও তানজিমের খেলা এখনও নিশ্চিত নয়। একই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। উইন্ডিজের মাটিতেই ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে।
বর্তমানে কিছুটা চোটে ভুগছেন তানজিম। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কাঁধের চোটের কারণে তানজিমকে রাখা হয়নি।