উইকেট শিকারের পর বাংলাদেশের যুবাদের উদযাপন। ছবি : সংগৃহীত
পাকিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ওঠেছে বাংলাদেশ। শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ৭ উইকেটের দাপুটে জয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখল বাংলাদেশের যুবারা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একই সময়ে শুরু হওয়া দ্বিতীয় সেমিতে ভারত সাত উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আগামী ৮ ডিসেম্বর শিরোপার জন্য লড়বে বাংলাদেশ ও ভারত।
‘এ’ গ্রুপে টানা তিন জয়ে সেমিতে উঠে এসেছিল পাকিস্তান। প্রথম ম্যাচে এই দলটি হারিয়েছিল শক্তিশালী ভারতকেও। কিন্তু সেমিফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি তারা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় ১৬৭ বল হাতে রেখে। উইকেট পতন মাত্র তিনটি।
জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ ২৮ রানের মধ্যে হারায় দুটি উইকেট। ১৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ওপেনার কালাম সিদ্দিকি। জাওয়াদ আবরার ২৫ বলে করেন ১৭ রান।
তবে তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের জয়ের ভিত্তি গড়ে দেন অধিনায়ক আজিজুল হাকিম ও শিহাব জেমস। ২৬ রানে শিহাব বিদায় নিলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আজিজুল। ৪২ বলে সাত চার ও তিন ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।
এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন মিডল অর্ডারের ফারহান ইউসুফ (৩২)। রিয়াজউল্লাহ ২৮, সাদ বাইগ ১৮, হারুন আরশাদ ১০ রান করেন। বাকিদের কেউ ছুতে পারেননি দুই অঙ্কের রান।
বাংলাদেশের হয়ে বল হাতে আগুন ঝরান ইকবাল হোসেন ইমন। ২৪ রানে সর্বোচ্চ চার উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এ ছাড়া মারুফ ২টি, আল ফাহাদ ও দেবাশিষ একটি করে উইকেট নেন।
চঞ্চল/সালমান/