প্রতিপক্ষকে গোলে ভাসানো যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার জন্য। যার বিপক্ষেই খেলছে তার জালেই একের পর এক গোল দিয়েই যাচ্ছে। প্রতিপক্ষও যেন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসছে মাঠে বিধ্বস্ত হওয়ার। নিজেদের সবশেষ ৭ ম্যাচে বার্সা গোল করেছে ২৯টি। যার মধ্যে ৫ গোলই করেছে দুইবার।
এরমধ্যে সবশেষ ৫ গোল তারা দিয়েছে রেড স্টার ব্রেলগ্রেডের জালে। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে বার্সেলোন জয় পেয়েছে ৫-২ ব্যবধানে। দারুণ এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে গোলউৎসবের শুরুটা বার্সা করে ম্যাচের ১৩ মিনিটে। প্রথম গোলের দেখা পান ইনিগো মার্টিনেজ। এই গোলে অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
গোল হজম করেও ভড়কে না গিয়ে ২৭ মিনিটে সমতায় ফিরে আসে রেড স্টার। সার্বিয়ার ক্লাবটির হয়ে গোল করেন সিলাস কোতোম্পা এমভুম্পা।
এরপর নিজের অসাধারণ ফর্মকে কাজে লাগিয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। তার পা থেকে গোল দুটি আসে ৪৩ ও ৫৩ মিনিটে। ফলে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে।
দুই মিনিট পর ম্যাচের ৫৫ মিনিটে রেড স্টারের জাল কাঁপিয়ে গোল করেন রাফিনিয়া। ৪-১ ব্যবধানে এগিয়ে তখন জয়ের বন্দের প্রায় পৌঁছেই গেছে লা লিগার ক্লাবটি। এরপরও থামেনি তাদের গোল করা। ৭৬ মিনিটে কাতালান ক্লাবটির হয়ে সবশেষ গোলটি আসে ফারমিন লোপেজের পা থেকে। ৭৬ মিনিটে রেড স্টারের জালে পঞ্চমবারের মতো বল জমা করেন তিনি।
৮৪ মিনিটে ফেলিসিও মিলসনের গোলে ব্যবধান ৫-২ করে রেড স্টার।
চ্যাম্পিয়ন্স লিগের চলমান মৌসুমে স্প্যানিশ ক্লাবটি ৪ ম্যাচে মোট ১৫ গোল করেছে। এর মধ্যে ৫টি গোল করে এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া ও লেভানডফস্কি।