ঢাকা ২২ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনার আরেকটি গোলউৎসব

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:২০ এএম
বার্সেলোনার আরেকটি গোলউৎসব
ছবি : সংগৃহীত

প্রতিপক্ষকে গোলে ভাসানো যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার জন্য। যার বিপক্ষেই খেলছে তার জালেই একের পর এক গোল দিয়েই যাচ্ছে। প্রতিপক্ষও যেন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসছে মাঠে বিধ্বস্ত হওয়ার। নিজেদের সবশেষ ৭ ম্যাচে বার্সা গোল করেছে ২৯টি। যার মধ্যে ৫ গোলই করেছে দুইবার।

এরমধ্যে সবশেষ ৫ গোল তারা দিয়েছে রেড স্টার ব্রেলগ্রেডের জালে। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে বার্সেলোন জয় পেয়েছে ৫-২ ব্যবধানে। দারুণ এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। 

প্রতিপক্ষের মাঠে গোলউৎসবের শুরুটা বার্সা করে ম্যাচের ১৩ মিনিটে। প্রথম গোলের দেখা পান ইনিগো মার্টিনেজ। এই গোলে অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

গোল হজম করেও ভড়কে না গিয়ে ২৭ মিনিটে সমতায় ফিরে আসে রেড স্টার। সার্বিয়ার ক্লাবটির হয়ে গোল করেন সিলাস কোতোম্পা এমভুম্পা।

এরপর নিজের অসাধারণ ফর্মকে কাজে লাগিয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। তার পা থেকে গোল দুটি আসে ৪৩ ও ৫৩ মিনিটে। ফলে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে।

দুই মিনিট পর ম্যাচের ৫৫ মিনিটে রেড স্টারের জাল কাঁপিয়ে গোল করেন রাফিনিয়া। ৪-১ ব্যবধানে এগিয়ে তখন জয়ের বন্দের প্রায় পৌঁছেই গেছে লা লিগার ক্লাবটি। এরপরও থামেনি তাদের গোল করা। ৭৬ মিনিটে কাতালান ক্লাবটির হয়ে সবশেষ গোলটি আসে ফারমিন লোপেজের পা থেকে। ৭৬ মিনিটে রেড স্টারের জালে পঞ্চমবারের মতো বল জমা করেন তিনি। 

৮৪ মিনিটে ফেলিসিও মিলসনের গোলে ব্যবধান ৫-২ করে রেড স্টার।

চ্যাম্পিয়ন্স লিগের চলমান মৌসুমে স্প্যানিশ ক্লাবটি ৪ ম্যাচে মোট ১৫ গোল করেছে। এর মধ্যে ৫টি গোল করে এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া ও লেভানডফস্কি।

মেয়েদের সিরিজে ফেরার লড়াই

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ এএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পিএম
মেয়েদের সিরিজে ফেরার লড়াই
ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজে দাপুটে পারফরম্যান্স। যার জের ধরে তিন ম্যাচের সিরিজে আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। অথচ সেই আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ। মুঠোয় থাকা ম্যাচ বাংলাদেশ হেরে যায় ১২ রানে। সিরিজে ফেরার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বেলা ২টায় মুখোমুখি হবে দুই দল। 

প্রথম ম্যাচের আগে এই আইরিশদের বিপক্ষে শেষ সাত ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে হার মানে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নাই। তার আগে দরকার সিরিজে সমতা আনা। দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম মনে করেন, শুরুতে হারলেও সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশন হলেও গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল। তবে দলের প্রস্তুতি, পারফরম্যান্স ও জয়ের প্রত্যাশা নিয়ে জাহানারা বিসিবির প্রচারিত ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সব সময় আমার জন্য গর্বের বিষয়। প্রথম ম্যাচে আমাদের ফল প্রত্যাশিত ছিল না। তবে আমাদের দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। ব্যাটিং লাইনআপে ইতিবাচক কিছু পাওয়া গেছে। চারজন ব্যাটার ভালো স্কোর করেছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইনশাআল্লাহ সিরিজে আমরা ফিরতে পারব।’

প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৭০ রান। ১২ ওভারে ১ উইকেটে ১০৩ রান করেও ম্যাচ হেরে যায় দল। জাহানারা বলেন, ‘এটি আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। যদিও কয়েকটি ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে আমরা জানি কীভাবে সেগুলো শুধরে সিরিজে ফিরতে হবে। দলে যদি আরও ২-৩ জন ব্যাটার রান করতে শুরু করে, তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি।’

জাহানারার মতে টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে সময় খুব কম। এখানে বল ধরে ধরে পরিকল্পনা করতে হয় এবং প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হয়। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং আইরিশদের টপ অর্ডার দ্রুত ফেরাতে পারি, তাহলে তাদের অল্প রানে আটকে রাখতে পারব। এভাবে ম্যাচে ইতিবাচক ফল আনতে পারব।’

মেজর লিগের বর্ষসেরা মেসি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ এএম
মেজর লিগের বর্ষসেরা মেসি
ছবি : সংগৃহীত

২০২৩ সালে লিওনেল মেসি মেজর লিগ সকারে পা রাখার পর থেকেই লিগটির গাম্ভীর্যতেই এসেছে অনেক পরিবর্তন। যুক্তরাষ্ট্রের ফুটবলেও মেসি প্রভাবটাও দৃশ্যমান বলা চলে। মেসির জাদুতে এগিয়ে যাচ্ছে ইন্টার মায়ামিও। ক্লাবটি দুটি শিরোপাও জিতেছে মেসি যোগ দেওয়ার পর। গোলাপি জার্সিতে দারুণ পারফরম্যান্স করছেন মেসিও। তার মাথায় উঠেছে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট।

চলতি বছর ১৯ ম্যাচ খেলে ২০ গোল করেছেন মেসি, পাশাপাশি করিয়েছেন ১৬টি গোল। যদিও কোপা আমেরিকা ও চোটে পড়ে ৬২ দিন মাঠে নামা হয়নি তার। এরপরও নিজের নৈপুণ্যে ছাড়িয়ে গেছেন সবাইকে। চোটের কারণে মেসি দলের বাইরে থাকায় ভুগেছে মায়ামিও। হাতছাড়া হয়ে গেছে এমএলএসের শিরোপা। তবে মায়ামি সাপোর্টাস শিল্ড জিতেছে।

খেলোয়াড়, সংবাদকর্মী ও ক্লাবগুলোর ভোটে এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটির নাম  ২০১৫ সালে ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ করা হয় লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে। 

নিজের সাফল্যে মেসি খুব একটা তৃপ্ত নন দলীয় সাফল্য ধরা না দেওয়ায়। এমএলএসের ফাইনালে খেলতে না পারায় কিছুটা অসন্তুষ্টি আছে মেসির মাঝে। 

তবে আগামী আসরে শিরোপা নির্ধারণী মঞ্চে থাকার লক্ষ্য জানিয়ে দিয়েছেন মেসি। তিনি বলেন, ‘এই বছর এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের। এবার সেটা পূর্ণ হয়নি, তবে আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব।’

সম্মিলিত ভোটে মেসি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বলে বিবৃতিতে জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। তারা বলছে, ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। কলম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো হার্নান্দেজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ ভোট পান। মেসির সতীর্থ লুইস সুয়ারেজসহ সেই লড়াইয়ে আরও তিনজন থাকলেও, তারা ১০ শতাংশ ভোটও পাননি।

গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ এএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম
গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
ছবি : সংগৃহীত

টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল রংপুর রাইডার্স। প্রথমটি হ্যাম্পশায়ারের কাছে সুপার ওভারে আর দ্বিতীয়টিতে ভিক্টোরিয়ার বিপক্ষে ১০ রানে। সেখানেই অনেকে দলটির শেষ দেখে ফেললেও তা হয়নি। পরের দুই ম্যাচে গায়ানা আমাজন ও লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশের দলটি।

আর ফাইনালে সৌম্য সরকারের ঝোড়ো ব্যাটিংয়ের পর বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ফাইনালে ৫৬ রানে জিতে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। 

শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দেয় রংপুর। যেখানে ৫৪ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন সৌম্য। জবাব দিতে নেমে ১১ বল আগেই ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। এতে ৫৬ রানের জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা।

রংপুর রাইডার্সের হয়ে খেলা যুক্তরাষ্ট্রের বোলার হারমিত সিং সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। শেখ মাহেদী, রিশাদ হোসেন এবং সাইফ হাসান শিকার করেন দুটি করে উইকেট। এক উইকেট শিকার করেছেন কামরুল হাসান রাব্বি। 

এর আগে, ব্যাট করতে নেমে রংপুরের দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেইলরের মারকুটে ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় বিপিএলের দলটি। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১২৪ রান। সৌম্য ৩৩ বলে এবং টেইলর ৪৪ বলে ফিফটি তুলে নেন।

টেইলর ৪৯ বলে ৬৮ রান করে আউট হলেও ব্যাট চালাতে থাকেন সৌম্য। মাঝে সাইফ (৬) ও ম্যাডসন (১০) ব্যর্থ হলেও রংপুরকে এগিয়ে নেন সৌম্য। শেষ পর্যন্ত ব্যাটিং করে অপরাজিত থাকেন ৮৬ রানের ইনিংস খেলে। তার ইনিংসে ভর করে ১৭৮ রানের বড় পুঁজি পায় রাইডার্সরা। সৌম্যর ইনিংসেই মূলত জয়ের ভিত পায় দলটি। পরে বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় শিরোপা ঘরে তোলে মিকি আর্থারের শিষ্যরা।

ম্যাচসেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরাও হয়েছেন সৌম্য সরকার।

যুব হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পিএম
যুব হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
যুব এশিয়া কাপে চূড়ান্ত পর্ব নিশ্চিত করা বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৬ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

যুব এশিয়া কাপে নিজেদের মিশন শেষে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফেরেন অনূর্ধ্ব-২১ হকি দলের সদস্যরা। ওই দিনই তাদের সংবর্ধনা দেয় হকি ফেডারেশন। অনুষ্ঠানে এই অর্জনের জন্য পুরো দলকে মাত্র ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। যা নিয়ে আলোচনা হয় অনেক।

হকি খেলোয়াড়দের চাওয়া ছিল সরকারের পক্ষ থেকে বড় কোনো সংবর্ধনা। এসব আলোচনার মাঝেই ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে এই পুরস্কারের ঘোষণা এলো।

নাবিল/

১০ জনের মোহামেডানের কাছে হারল বসুন্ধরা কিংস

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম
১০ জনের মোহামেডানের কাছে হারল বসুন্ধরা কিংস
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে একমাত্র গোলটি করেন মোহামেডানের সুলেমান দিয়াবাতে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঘটনাবহুল ম্যাচে ১০ জন নিয়ে খেলেও বসুন্ধরা কিংসকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ১-০ গোলে জয় তুলে নেয় আলফাজ আহমেদের দল। ম্যাচের ৫৮ মিনিটে একমাত্র গোলটি করেন সুলেমান দিয়াবাতে।

প্রথমার্ধের ২৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের গোলকিপার সুজন হোসেন। এতে বিপাকে পড়ে সাদা-কালো জার্সিধারীরা। তবে ১০ জনের দলে পরিণত হয়েও দারুণ লড়াই করেছে দলটি এবং শেষ পর্যন্ত তুলে নিয়েছে দারুণ এক জয়।

যদি ৭৫ মিনিটে পেনাল্টি মিস না করতেন দিয়াবাতে, তাহলে মোহামেডানের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। তার নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ লিগ শিরোপার মিশন শুরু করা কিংস হোঁচট খেল দ্বিতীয় ম্যাচেই। অন্যদিকে মোহামেডান তুলে নিল টানা দ্বিতীয় জয়। ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে উড়িয়ে লিগ মিশন শুরু করে তারা।

চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছিল বসুন্ধরা কিংস। সেই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ হয় মোহামেডান। এ ম্যাচে অবশ্য তেমন কিছু হয়নি। গত মৌসুমের প্রিমিয়ার লিগের প্রথম লেগেও বসুন্ধরাকে হারিয়েছিল মোহামেডান।

লিগ কিংবা কোনো টুর্নামেন্টে সাম্প্রতিক সময়ে এই দুই দলের নিয়মিত লড়াই দেখা যাচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ছয়বার মুখোমুখি হলো দুই দল। যার চারটিতে জিতল বসুন্ধরা, দুটিতে মোহামেডান।

নাবিল/এমএ/