ব্যাটিং ধসে আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে আফগানরা। হতাশাজনক পরাজয়ের পর আরও একটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল।
সিরিজে ঘুরে দাঁড়াতে শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে আঙুলের চোটে সেই ম্যাচ খেলা হবে না মুশফিকুর রহিমের।
প্রথ ওয়ানডেতে অভিজ্ঞ এই ব্যাটারের সাত নম্বরে ব্যাট করতে নামায় তা থেকে জন্ম নেয় প্রশ্ন। নিয়মিত চার-পাঁচে ব্যাটিং করা মুশফিকের গেল এক বছর ধরে ব্যাটিং অর্ডারটা ছিল ছয়ে। তবে সাতে ব্যাটিং করতে আসাটা স্বাভাবিক ছিল না।
গতকাল মুশফিকের সাতে ব্যাটিং করার কারণ খুঁজতে গিয়েই বেরিয়ে এসেছে তার চোটের খবর। খোঁজ নিয়ে জানা গেছে ফিল্ডিংয়ের সময়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিশ।
সেই চোটের কারণে প্রাথমিক চিকিৎসায় থাকা মুশফিকের এই কারণেই দেরিতে নামতে হয়েছে ব্যাটিংয়ে। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেছে আঙুলের হাড়ে চিড় ধরেছে মুশফিকের।
আজ আরোকিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে মুশফিকের। সেগুলো করলে জানা যাবে তার চোট সম্পর্কে বিস্তারিত। এমন অবস্থায় মুশফিকের দ্বিতীয় ওয়ানডেতে খেলা এক রকম অনিশ্চিতই বলা চলে। এমনকি শঙ্কা আছে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামা নিয়েও।