ইস্তেঘাল এফসির বিপক্ষে মাঠে নেমে আবারও চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। সেই ম্যাচ শেষে ভক্তদের জানিয়েছিলেন, গুরুতর কিছু হয়নি। তবে এবার জানা গেল নতুন করে পড়া চোটে নেইমারকে থাকতে হবে একমাস মাঠের বাইরে। একবছর পর তার ফিরে আসাটা মোটেও সুখকর হলো না ফের চোটের পড়ে।
চিকিৎসকেরা এরই মধ্যে তাকে বিষয়টি নিয়ে আমাকে সতর্ক করে দিয়েছেন। তাই সাবধানতা অবলম্বন করে মাঠের বাইরে থাকা ছাড়া উপায় নেই তার।
নেইমারের ক্লাব আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় নেইমারকে এবার ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
গতকাল নেইমারের চোট নিয়ে কথা বলেছিলেন আল হিলাল কোচ হোর্হে জেসুসও, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ কোনো চোট নয়। সে মনে হয় পেশির চোটে ভুগছে, এটা হাঁটুর চোট নয়।’
ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, ‘স্ক্যানে নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তিনি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তাতে (মাঠে ফিরতে) ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’
অক্টোবরের ২১ তারিখ একবছরের বিরতি শেষে মাঠে ফিরেছিলেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। কিন্তু প্রত্যাবর্তনটা সুখকর হলো না তার জন্য। ক্যারিয়ারজুড়ে চোটই সঙ্গী হয়ে থাকলো ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
পিএসজি থেকে আল হিলালে যোগ দেওয়ার পর চোটের কারণে একবছর বাইরে থাকা নেইমার মাঠে ফিরে দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। সবমিলিয়ে দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর খেলতে পেরেছেন এখন পর্যন্ত মাত্র ৭ ম্যাচ।
দীর্ঘসময় চোটের কারণে দলের বাইরে থাকায় সৌদি প্রো লিগে থাকে নিবন্ধন করায়নি আল হিলাল। ফলে তিনি শুধু এএফসি চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোই খেলতে পারবেন। নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তির মেয়াদ ফুরাবে আগামী বছরের জুনে।