১২০ রানে ২ উইকেট থেকে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান। বাংলাদেশের এই হাল হয়েছে আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ গজনফর।
বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট শিকার করেছেন তিনি ২৬ রান খরচায়। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মাত্র ৫টি। তবে ষষ্ঠ ম্যাচেই করলেন বাজিমাত।
১৮ বছর বয়সী এই স্পিনারের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ
তার এই পারফরম্যান্সে সবার কাছে তার পরিচয় দাঁড়িয়েছে ‘নতুন মুজিব’ হিসেবে। পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপই এই নামের কৃতিত্ব পেয়েছেন তিনি দলের দুই অভিজ্ঞ সতীর্থ মোহাম্মদ নবী ও রশিদ খানের কাছ থেকে।
বাংলাদেশের ওপেনার তানজিদ হাসানকে ফেরানোর মধ্য দিয়ে শুরু করেছিলেন তিনি। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে পরিণত হয়েছিলেন বাংলাদেশের ব্যাটারদের যমে। বাংলাদেশের শেষ সাত উইকেটের মধ্যে পাঁচটিই নিলেন তিনি।
এই ম্যাচের পারফরম্যান্স দিয়ে স্বপ্নপূরণ হয়েছে গজনফর। সেই স্বপ্নটির কথা ম্যাচশেষে বলেছেন তিনি, ‘প্রথম স্পেলে যখন বোলিং করতে আসি, তখন ছন্দ ভালোই ছিল। এক উইকেট পাই। কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফেরার কথা চিন্তা করি এবং আমি তা পেরেছি। চেষ্টা করেছি দলের জয় আনতে— পেরেছি। তিনি বলেন, দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যে কোনো বোলারের একটা স্বপ্ন। আমারও সেই স্বপ্ন ছিল, যেটি আজ পূরণ হয়েছে।’
দারুণ এই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই তরুণ তুর্কি স্পিনারের হাতেই। আফগানিস্তান বরাবরই রহস্য স্পিনার বের করে আনার ক্ষেত্রে পারদর্শী। সেই ধারার নতুন সংযোজন গজনফর।