টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কতগুলো ম্যাচ জিতেছি, কতগুলো ম্যাচ হেরেছি সেটা পরের কথা। আমরা আমাদের র্যাঙ্কিং গত ২৪ বছরে সর্বোচ্চ কত ছিল আর এই মুহূর্তে র্যাঙ্কিং কত। আমরা কখনোই ৮ এর উপরে উঠতে পারিনি। ২৪ বছর ধরে ৮ থেকে ১২-এর মধ্যে ঘুরাঘুরি করছি। এক নম্বরে এটাই বলে দেয় আমরা কি করছি, না করছি। দুই নম্বর হলো টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে যেই প্রতিশ্রুতিগুলো করেছিলাম যে রিজিওনাল ক্রিকেটগুলো ভালো হবে, ফার্স্টক্লাস ক্রিকেটগুলো ভালো হবে। আমরা এই ২৪ বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে কিছুই করিনি। আর দেখেন যে অন্য দেশগুলো টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কি অর্জন করেছে, আর আমরা কি অর্জন করেছি?
সবচেয়ে বড় কথা হিসাব করলে দেখবেন যে সর্বশেষ তিনটা টেস্ট সিরিজ আপনি মনে রেখেছেন। ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট। এতটুকুই মনে আছে। ২০২৪ সালের ঘটনা বা অর্ধেক ২০২৪ সাল। কিন্তু পুরোটা যদি আপনি পর্যালোচনা করেন, আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না। কতগুলো টেস্ট আমরা হেরেছি, কীভাবে হেরেছি। আজকালকার যুগ হচ্ছে ডাটা ড্রিম অ্যান্ড ওয়ার্ল্ড, সংখ্যায় ড্রিম করে। এই ডাটা ড্রিমে কই আছি আমরাই জানি। আমরা টেস্ট ক্রিকেটকে কখনো বুঝতে চাইনি। কখনো গুরুত্ব দেইনি। ফলশ্রুতিতে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি।
আমরা তো প্রোডাক্টের শেষ জায়গাটা দেখি খেলোয়াড় বা খেলাটা। তার আগে তো একটা দলের প্রস্তুতির ব্যাপার আছে। একটা খেলোয়াড় টেস্ট ক্রিকেট যে খেলবে তার পারিশ্রমিকের ব্যাপার আছে, টেস্ট খেলোয়াড় হিসেবে, কিছুতেই তো আমরা ধারাবাহিক না। আশা করি যে আমাদের দলটা টেস্টে ভালো করবে। টেস্ট ক্রিকেটটা এমন যে, এটা টেম্পারমেন্টের টেস্ট, টেকনিকের টেস্ট, ক্রিকেট অবকাঠামোর টেস্ট বলেই এটা টেস্ট ক্রিকেট। আপনি যদি আমাকে নম্বর দিতে বলেন, আমি দশে আড়াইয়ের বেশি নম্বর দিতে পারব না।
আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এটার সঙ্গে আমি একটা জিনিস টেনে আনছি ক্রিকেট সংস্কৃতি। আমাদের কিছু স্মরণীয় মুহূর্ত আছে। যেমন ধরেন আইসিসি ট্রফি যে দিন আমরা জয় করলাম, যে দিন আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, আমরা প্রথম টেস্ট খেললাম। এ রকম কিছু গুরুত্বপূর্ণ দিন আমরা ইচ্ছা করে ভুলে গেছি। অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে, এই যে ওই দিনগুলোতে ক্রিকেট বোর্ডে যে গোলটেবিল বৈঠক করব, সেমিনার করব উদযাপন করব। জেলাভিত্তিক আমরা এটা একটা আলোচনা অনুষ্ঠান বা সিম্পোজিয়াম করব কখনোই কোনো উদ্যোগ নেয়নি। আপনারা সাংবাদিকরা কয়জন হয়তো মনে রাখেন, ক্রিকেট বোর্ড তো মনেও রাখে না যে ১০ নভেম্বর টেস্ট স্ট্যাটাস পাওয়ার দিন। যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি তো সবকিছুই ভুলে যায়।
দুই যুগ পূর্তি হচ্ছে এটা ক্রিকেট বোর্ডের তো একটা বড় সুযোগ, এই সুযোগে ধরেন ক্রিকেটের অবকাঠামো নিয়ে আলোচনা করতে পারি। আমরা তো লুকিয়ে লুকিয়ে আছি। দিনগুলো উদযাপন কি করব, আমরা তাড়াতাড়ি চলে যেতে পারলে বাঁচব মনে হয়।