২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর নতুন অধিনায়কের নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলতে নেমে সুবিধা করতে পারেনি প্রথম ম্যাচে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পর তৃতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। ফলে মোহাম্মদ রিজওয়ানের অভিষেক সিরিজ ২-১ ব্যবধানে জয় করে দারুণভাবে রাঙালো পাকিস্তান।
এই সিরিজ জয়ের মধ্য দিয়ে ২২ বছরের খরা কাটিয়েছে পাকিস্তান। সবশেষ ২০০২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল পাকিস্তান। সেই সিরিজও ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
রবিবার (১০ নভেম্বর) পাকিস্তানের বোলারদের তোপে মাত্র ১৪০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। মামুলি এই লক্ষ্য দাপুটে ব্যাটিং করে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান মাত্র ২৬.৫ ওভারেই।
১৪১ রানের লক্ষ্যে মাঠে নেমে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। মরিসের বলে তাকেই ক্যাচ দিয়ে ৩৭ রান করে আউট হন আব্দুল্লাহ। সেই ওভারের শেষ বলেই মরিস বোল্ড করেন সাইম আইয়ুকে। ৪২ রান করে সাইম আউট হলে ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।
পরপর দুই উইকেট হারিয়েও জয় পেতে বেগ পেতে হয়নি পাকিস্তানের। সাবেক অধিনায়ক বাবর আজম ও নবনিযুক্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ৫৮ রানের জুটিতে ২২ বছরের খরা কাটয়ে ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বাদ নেয় পাকিস্তান।
বাবর আজম ২৮ এবং মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ছিলেন ৩০ রানে। ২৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি সিরিজজুড়ে ১০ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি।