সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে খেলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সোমবার (১১ নভেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (১০ নভম্বর) রাতে ১৫ সদ্যস্যের দল প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্পিনার নাইম হাসান এবং পেসার খালেদ আহমেদ। ইনজুরির কারণে রাখা হয়নি মুশফিকুর রহিমকে। আফগানদের বিপক্ষে আঘাত পেয়েছেন তিনি। তাদের পরিবর্তে ডাক পড়েছে- লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু হবে ২২ নভেম্বর। ভেন্যু অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। ম্যাচ দুটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ক্যারিবীয় সফরে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টিম টাইগার্স। সাদা বলের স্কোয়াড এখনো ঘোষণা করে বিসিবি।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং হাসান মুরাদ।