সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ধসে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছে। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। তবে এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক ও দ্বিতীয় ম্যাচের নায়ক নাজমুল হোসেন শান্তর খেলা হচ্ছে না। কুঁচকির চোটে ছিটকে গেছেন তিনি।
দ্বিতীয় ওয়ানডেতে ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলার পর মাঠে দারুণ নেতৃত্ব দিয়ে দলকে এনে দিয়েছিলেন জয়। প্রথম ওয়ানডেতেও দারুণ খেলেছিলেন তিনি। ৬৮ বলে তার ব্যাটে এসেছে ৪৭ রান। কিন্তু তার আউটের পর ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন শান্ত। গতকাল তার এমআরআই করা হয়েছে। রিপোর্ট ভালো না আসায় আজ খেলা হচ্ছে না তার। তৃতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
সিরিজ নির্ধারণী ম্যাচে এসে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিশ্চিতভাবেই ব্যাটে-বলে দারুণ খেলার পাশাপাশি ম্যাচ জিতে অধিনায়কত্বের অভিষকটা রাঙাতে চাইবেন তিনি।
এখন পর্যন্ত ওয়ানডেতে ১৮ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, হার ৭টিতে। অন্যদিকে, দ্বিপক্ষীয় সিরিজের ১১ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টি, বাকি ৫টি জয় আফগানিস্তানের।