কিছুদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এখনও সবার প্রশংসায় ভাসছেন বাংলাদেশের মেয়েরা। সরকার ও বাফুফে কর্তৃক আর্থিক পুরস্কারের ঘোষণা করা ছয়েছে। সেই পুরস্কার ঘোষণার তালিকায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
সেই সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী দলের দুই সদস্য অধিনায়ক সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা পরিদর্শনে গিয়েছেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয় পরিদর্শনে যান তারা।
মিরপুরে অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুই নারী ফুটবলারকে ঘুরে দেখান বিসিবি কার্যালয়, মাঠ, ড্রেসিংরুম এবং ইনডোর। দুই জাতীয় দলের অধিনায়ক একে-অপরের হাতে উপহার হিসেবে তুলে দেন তাদের জার্সিও।
ইনডোরে ব্যাটিং ও বোলিং করেন সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা। এসময় দুজনকেই বেশ দারুণ উপভোগ করতে দেখা যায় ব্যাট ও বল হাতে।
পরে বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবিনা এবং ঋতুপর্ণা স্কিল দেখে বিস্মিত হন নারী দলের অধিনায়ক জ্যোতি।