নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। দেশে ফেরার পর ছাদখোলা বাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা দিয়ে তাদের নিয়ে যাওয়া হয় মতিঝিলের বাফুফে ভবনে। সেদিনই সাফজয়ী দলের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সেই ঘোষণার ১১ দিনের মাথায় পুরস্কারের সেই টাকা বুঝেও পেয়েছেন সাবিনা খাতুনরা। সোমবার (১১ অক্টোবর) এই পুরস্কারের অর্থ বুঝিয়ে দেওয়া হয় তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে চেক হস্তান্তরের ছবি প্রকাশ করে তা নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ।
পুরস্কারের ১ কোটি টাকা খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে সমবণ্টন হয়েছে। এতে সবাই ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।
নেপালে অনুষ্ঠিত সাফের আসরে বাংলাদেশের ফুটবলারদের স্কোয়াড ছিল ২৩ জনের। কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার ও অফিসিয়াল ছিলেন ৯ জন। দলটার টিম লিডার ছিলেন টিপু সুলতান। বাফুফে নির্বাচনের কারণে সেখানে তিনি শুরু থেকে না থাকলেও ফাইনালের আগে অবশ্য কাঠমান্ডুতে যান।
জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২ টি পৃথক চেক ইস্যু করেছে।
এদিকে, টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ ও বাফুফে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে।