একের পর এক বড় ও দাপুটে জয় পাওয়া বার্সেলোনার গতি আটকে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। বার্সাকে ১-০ গোলে হারিয়েছে তারা। যদিও এই ম্যাচ হেরে রেফারিকে দায় দিয়েছেন বার্সা কোচ।
রবিবার (১০ নভেম্বর) রাতে সান সেবাস্তিয়ানে লা লিগার ম্যাচে সোয়েসিয়েদাদের জয়ে একমাত্র গোলটি করেন শেরালদো বেকার। ঘরের মাথে ওই এক গোলেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের।
গোলটি আসে ম্যাচের ৩৩ মিনিটে। উড়তে থাকা বার্সেলোনা ও তাদের সমর্থকরা সাম্প্রতিক ফর্ম অনুযায়ী ম্যাচে ফেরার স্বপ্ন দেখলেও তা আর বাস্তবে রূপ নেয়নি। এটি বার্সেলোনার দ্বিতীয় পরাজয়।
চোটে পড়ে মাঠে নামা হয়নি লামিনে ইয়ামালের। তরুণ এই ফুটবলারকে ছাড়া নামা বার্সেলোনাও ছিল বেশ বিবর্ণ। এরপরও ম্যাচে এগিয়ে আগে গোলের দেখা পেয়েছিল বার্সাই।
১৩ মিনিটে লেভানডফস্কির করা গোলটি বাতিল হয়ে যায় ভিএআরে। এরপর আর গোল করতে পারেনি হান্সি ফ্লিকের শিষ্যরা।
এর পরেই বাঁধে বিপত্তি। রেফারির এই সিদ্ধান্তকেই ভুল বলছেন বার্সা কোচ ফ্লিক। যদিও রিপ্লেতে দেখা যায় লেভানডফস্কির বুটের সামান্য অংশ ছিলো অফ সাইডে।
ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমি ছবিটি দেখেছি এবং সিদ্ধান্তটা ভুল ছিল। এটা বৈধ গোল ছিল। বাতিল করাটা পাগলামি হয়েছে। গোলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের রেফারিকে দোষ দেওয়া উচিত হবে না। আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল হয়। আজকের ভুলটা বড় ছিল।’
১৩ ম্যাচে ১১ জয় ও ২ পরাজয়ে বার্সার পয়েন্ট এখন ৩৩। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১২ ম্যাচে ৮ জয় ৩ ড্র ও ১ হারে ২৭।