কুঁচকির চোটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে খেলা হচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তার জায়গায় আজ দলকে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। তবে আশঙ্কা করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও দলে থাকছেন না শান্ত।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৯ বলে ৭৬ রানের ইনিংতস খেলে ম্যাচসেরা হয়েছেন নাজমুল। তবে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি ছিলেন না তিনি। সেই ম্যাচেই ফিল্ডিং করার সময় কুঁচকির চোট পান বাংলাদেশ অধিনায়ক। গতকাল রাতেই এমআরআই করা হয়।
আজ এমআরআই রিপোর্টে ধরা পড়েছে তার চোট। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় স্লিপ করলে কুঁচকিতে টান পড়ে। এই চোট থেকে সেরে উঠতে শান্তর সময় প্রয়োজন তাই ওয়েস্ট ইন্ডিজের সিরিজে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দ্বিতীয় ম্যাচে ৭৬ রান করে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি প্রথম ম্যাচে ৬৮ বলে করেছিলেন ৪৭ রান। তিনি আউট হওয়ার আগে জয়ের পথেই ছিল বাংলাদেশ। আকস্মিক ২৩ রানে ৮ উইকেট হারিয়ে পরাজিত হয় ৯২ রানের বড় ব্যবধানে।