প্রথম দুই ম্যাচের ফলাফল অনুযায়ী সিরিজ সমতায় থাকায় তৃতীয় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী তথা অঘোষিত ফাইনালে। সেই ম্যাচে অধিনায়কত্বের অভিষেকে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
সোমবার (১১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বাংলাদেশ সময় ৪তায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কুঁচকির চোটে ছিটকে গেছেন শেষ ম্যাচ থেকে। নিজের শততম ওয়ানডে ম্যাচে এসে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কুঁচকির চোটে ছিটকে গেছেন শেষ ম্যাচ থেকে। নিজের শততম ওয়ানডে ম্যাচে এসে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের ২৩তম অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটে পড়া নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাসকিন আহমেদ নেই একাদশে। তাদের জায়গায় একাদশে এসেছেন জাকির হাসান এবং ওয়ানডে অভিষেক হচ্ছে নাহিদ রানার।
অধিনায়কত্বের অভিষেকে টস জিতে ঊচ্ছ্বসিত মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা আগে ব্যাটিং করবো। উইকেট দেখে প্রথম ইনিংসের জন্য ভালো মনে হচ্ছে। দলে দুটি পরিবর্তন আছে, শান্ত খেলছে না চোটের কারণে আর বাদ পড়েছেন তাসকিন। তাদের জায়গায় দলে এসেছেন জাকির ও রানা।’
কোনো পরিবর্তন ছাড়াই তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে আফগানিস্তান।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ধসে ৯২ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে সিরিজে সমতা রেখা টান দিয়েছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে যে দল জিতবে সিরিজ যাবে তাদের ঘরে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, গজনফর, নাঙ্গেলিয়া খারোতে, ফজল হক ফারুকি।