বাংলাদেশের হয়ে ১৩তম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে অধিনায়কত্বেরও অভিষেক হয়েছে মিরাজের।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কুঁচকির চোটে ছিটকে যাওয়ার কারণে এই ম্যাচের অধিনায়কত্বের ভার এসেছে শান্তর বন্ধু মিরাজের কাঁধে।
২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় ওয়ানডে অভিষেকের পর প্রথমবারের মতো ওয়ানোডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মিরাজ জাতীয় দলের ২৩তম ওয়ানডে অধিনায়ক হিসেবে। প্রথমবারের মতো বাংলাদেশকে আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে মেহেদী হাসান মিরাজের সামনে।
টসও জিতেছেন অধিনায়কত্বের অভিষেক। এসময় শান্তর পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া ঊচ্ছসিত মিরাজ বলেন, ‘আমার জন্য খুবই বড় মুহূর্ত এটি (শততম ম্যাচ ও অধিনায়কত্ব)।
এখন পর্যন্ত ৯৯ ওয়ানডে (আজকের পূর্বে) মাঠে নেমে ২৩ গড়ে ১৩৮১ রান করেছেন মিরাজ। যেখানে রয়েছে দুটি শতক ও ৩টি অর্ধশতক। শিকার করেছেন ১০৮ উইকেট। এরমধ্যে ৪ উইকেট শিকার করেছেন ৫ বার।