দলীয় ৫৩ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। এই দুই ব্যাটারের জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই সৌম্যকে বোল্ড করে। চার বলের ভেতর মোহাম্মদ নবীর বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তানজিদ হাসান তামিম। রানআউট হয়ে ফিরেছেন জাকির হাসানও।
আজমতউল্লাহ ওমরজাইয়ের বল আলতো করে অফসাইডে খেলতে গিয়ে ব্যাটের সংস্পর্শে ঠিকঠাক বলটা আনতে না পেরে ইনসাইড এইজে বোল্ড হয়েছেন সৌম্য সরকার। ৩ চারে ২৪ রান করে দলীয় ৫৩ রানে আউট হন তিনি।
সৌম্য আউট হওয়ার চার বলের ভেতর মোহাম্মদ নবীকে কাভারের ওপর মারতে গিয়ে ক্যাচ দেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদির হাতে। আগে দুইবার জীবন পেলেও এবার আর বাঁচতে পারেননি তানজিদ। তার বিদায়ে ৫৩ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তিনি করেন ১৯ রান।
এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে মাত্র ৪ রান করে রানআঊট হয়ে ফিরেছেন জাকির হাসান। তারভ বিদায়ে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে ছন্দপতন হয়েছে বাংলাদেশের।