হতে চেয়েছিলেন বাবা সঞ্জয় বাঙ্গারের মতো ক্রিকেটার। তবে সেই স্বপ্ন আর বাস্তবায়ন হচ্ছে না আরিয়ানের ব্যক্তিগত কারণেই। কেননা, সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান বাঙ্গার ছেলে থেকে রূপান্তরিত হয়েছেন মেয়েতে।
ভারতের সাবেক কোচ বাঙ্গারের পুত্র ছেলে থেকে রূপান্তরিত হয়েছেন মেয়েতে। করেছেন নিজের নামও পরিবর্তন। বর্তমানে নাম বদলে আরিয়ানের পরিবর্তে রেখেছেন আনায়া।
নিজের লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনায়া লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরও একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা। সেই পথেও অনেক চ্যালেঞ্জ ছিল। তবে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’
আরিয়ান বাঙ্গার ২০২১ সালে সিদ্ধান্ত নেন লিঙ্গ পরিবর্তনের। তারই ধারাবাহিকতায় গেল ১০ মাস তিনি ছিলেন ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’র প্রক্রিয়ার ভেতর।
বর্তমানে ম্যানচেস্টারে থাকছেন আনায়া। ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর এই সাবেক কোচের ছেলে ছোটবেলা থেকে করেছিলেন অনুশীলন। ইসলাম জিমখানা ক্লাবে খেলার পর লন্ডনে পাড়ি জমিয়ে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।
বর্তমানে লিঙ্গ পরিবর্তনের কারণে আর পেশাদার ক্রিকেটার হওয়া সম্ভব নয় আনায়ার। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, রূপান্তরকামী বা রূপান্তরিতরা নারী ক্রিকেট খেলতে পারবেন না।