আগের দুই ম্যাচে ব্যাটে রান পাননি। করেছিলেন মাত্র ৩ ও ২ রান। তার আগে ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ম্যাচে করেছিলেন ০ ও ১। চার ম্যাচ পর অবশেষে ব্যাটে রানের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
অর্ধশতকের দেখা পেয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। ক্যারিয়ারে চতুর্থ অর্ধশতকের দেখা পেতে তিনি বল খেলেছেন ১০৬টি। ধীরগতির তার ইনিংসটি সাজানো মাত্র দুটি চারে।
রিয়াদ মাঠে নেমেছিলেন ৭২ রানে ৪ উইকেট হারানোর পর। এরপর পিঠে চোট পেয়েও মাঠে টিকে থেকে করে গেছেন রান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়েছেন এখন পর্যন্ত ১০৩ রান।
৪টি চার ও ১টি ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ আদায় করে নিয়েছেন কায়রিয়ারের ২৯তম ওয়ানডে অর্ধশতক। বিপর্যয়ে হাল ধরার যেই সুনাম তার ছিল সেই নিদর্শনের কিছুটা হলেও দেখা গেছে এই ম্যাচে।
এখন পর্যন্ত ৪১ ওভারের জগেকা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান। মিরাজ ৫০ ও রিয়াদ অপরাজিত আছেন ৫৮ রানে।