সিরিজে সমতা ফেরালেও শেষ পর্যন্ত আর জেতা হলো না বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে অধিনাকত্বের অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। ম্যাচ হারলেও সতীর্থদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন মিরাজ।
ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ বলেন, ‘গত দুই ম্যাচে আমরা দেখেছি উইকেটে স্পিন ধরছে, তাই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিই। আমাদের ইচ্ছে ছিল স্পিনারদের সহায়তা পাওয়া।’
দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বল ব্যাটে ভালোভাবে আসছিল যা কিনা আফগানিস্তানের ব্যাটারদের জন্য স্বস্তির হয়ে দাঁড়ায়। সেই সুযোগকে কাজে লাগিয়েই দারুণ ইনিংস খেলেন রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই। তাদের ইনিংসের প্রশংসা করে মিরাজ বলেন, ‘ওরা খুব ভালো খেলেছে। আমাদের পরিকল্পনা ছিল দ্রুত উইকেট নেওয়া, কিন্তু মধ্য ওভারে সেই উইকেটগুলো তুলতে ব্যর্থ হয়েছি। এটাই আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়।’
গতকাল প্রথমবারের মতো রঙিন পোশাকে বাংলাদেশের হয়ে খেলতে নামেন তরুণ পেসার নাহিদ রানা। ১০ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাহিদ। তার পারফরম্যন্সে সন্তুষ্ট মিরাজ বলেন, ‘নাহিদ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে, যা আমাদের দলের জন্য আশাব্যঞ্জক।’
ফলাফল নিজের দিকে না এলেও ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজের মতে, ম্যাচের ফলাফল হতাশাজনক হলেও দলের খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
উইকেটের আচরণ এবং ম্যাচ পরিস্থিতি বিবেচনায় দল গঠন ও কৌশল নির্ধারণে চিন্তাভাবনা করা হয়েছে বলে তিনি জানান। তবে ব্যাটসম্যানদের কিছু ভুল এবং বোলারদের মধ্যে ধারাবাহিকতা না থাকার কারণে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হয়নি।
পরবর্তীতে দলের কৌশলগত পরিবর্তন আনতে আগ্রহী উন্নতির স্বার্থে, এমনটাও জানিয়েছেন মিরাজ।