সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে হেরে ২-১ ব্যবধানে সিরিজে পরাজিত হয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হেরে আফগানিস্তানের পেছনে পড়ে গেল বাংলাদেশ।
ওয়ানডে ক্রিকেটের দলীয় র্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল বাংলাদেশ। সিরিজ জিতে বাংলাদেশকে টপকে আটে উঠে এসেছে আফগানিস্তান।
বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলেরই পয়েন্ট সমান ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় বাংলাদেশ নয়ে নেমে গেছে আর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়ে আফগানিস্তান উঠে গেছে আটে।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৬ আর আফগানিস্তানের ৮৫। সবশেষ তিন সিরিজে দারুণ খেলেছে আফগানিস্তান। একে একে তারা হারিয়েছে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। দুইয়ে আছে অস্ট্রেলিয়া, তিনে পাকিস্তান বাকি অবস্থানগুলোতে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশের নীচে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকেও পিছিয়ে ১৩ নম্বরে আছে।