সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে রহমানউল্লাহ গুরবাজের অনবদ্য ১০১ রানের ইনিংসে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। তার ইনিংসটি সাজানো ছিল ১২০ বলে।
এটি ছিল তগার ক্যারিয়ারের অষ্টম শতক। এই শতক দিয়ে তিনি তৃতীয় ম্যাচে আফগানদের জয়ের পথ মসৃণ করে তুলেছিলেন। এই ইনিংস দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকারকে।
ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে গুরবাজ মাত্র ২২ বছর ৩৪৯ দিন বয়সে ৮ম সেঞ্চুরি হাঁকান। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে তার এই শতকে বয়সের দিক দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বাবর আজম, বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকারের মতো তারকাকে। কেবল ছাড়াতে পারেননি কুইন্টন ডি কককে। গুরবাজের চেয়ে কম বয়সে ওয়ানডেতে ৮টি সেঞ্চুরি করেছেন একমাত্র তিনিই।
দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার মাত্র ২২ বছর ৩১২ দিন বয়সে এই কীর্তি গড়েন। দ্বিতীয় অবস্থানে গুরবাজ ২২ বছর ৩৪৯ দিনে এই কীর্তি গড়ে। ২২ বছর ৩৫৭ দিনে তৃতীয় অবস্থানে শচীন টেন্ডুলকার। বিরাট কোহলি অস্টম সেঞ্চুরির দেখা পান ২৩ বছর ২৭ দিন বয়সে। বাবর আজম এ মাইলফলক স্পর্শ করেন ২৩ বছর ২৮০ দিন বয়সে।
ক্যারিয়ারের মাত্র ৪৬তম ওয়ানডে ম্যাচে ৮ম সেঞ্চুরি করে আফগানিস্তানের সব তারকাকে ছাড়িয়ে যান গুরবাজ।