বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে ডিসেম্বরের ৩০ তারিখ। আসন্ন আসরকে সামনে রেখে প্রকাশিত হয়েছে বিপিএলের পূর্ণাঙ্গ সূচি।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি প্রকাশ করে সেই সূচির সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
নতুন আসরের সূচি অনুযায়ী ৩০ ডিসেম্বর দুপুর দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। প্রথম দিনে সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও নবাগত ঢাকা ক্যাপিটালস।
অন্যান্য আসরের মতো যথারীতি এবারও দিনে দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।
শুক্রবার প্রথম খেলা মাঠে খেলা গড়াবে দুপুর দেড়টায় আর দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
ডিসেম্বরের ৩০ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির ১ তারিখ পর্যন্ত চলবে লিগ পর্বের খেলা। প্রথম ৮ ম্যাচ হবে ঢাকায় ৩ জানুয়ারি পর্যন্ত।
এরপর খেলা হবে সিলেটে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ। সিলেট পর্ব শেষে বন্দরনগরী চট্টগ্রামে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত আরও ১২টি ম্যাচ হবে।
সেখান থেকে পুনরায় ঢাকায় ফিরবে বিপিএল লিগ পর্বের শেষ ১০ ম্যাচসহ প্লে অফ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়।
আগামী ৩ ফেব্রুয়ারি প্লে-অফ পর্বের এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ও ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনাল।