পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে আগ্রহী নয় ভারত। আইসিসিকে ইতোমধ্যেই সে ব্যাপারে জানিয়েও দিয়েছে বিসিসিআই। এরপর থেকে আলোচনা উঠেছে ভারত তাদের ম্যাচগুলো আরব আমিরাতে খেলতে চায়। জল্পনা চলছে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাবে এমনটাও।
তবে এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসেনি আইসিসি। তাই এখনই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এই আসর নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আরও কিছুদিন ওপেক্ষা করতে চায় আইসিসি।
বাকিসব দল পাকিস্তানে সফর করতে চাইলেও ভারত রাজি নয় পাকিস্তানে যেতে। ফলে চাপে পড়ে গেছে আইসিসিও। তাই আলোচনা উঠেছে আসরটির ভেন্যু সরে চলে যেতে পারে দক্ষিণ আফ্রিকায়।
আইসিসিক ভারত তাদের আপত্তির কথা জানিয়েছে আবার পাকিস্তানকে ভারতের আপত্তির বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি। ভারতের এমন আপত্তির প্রেক্ষিতে আইসিসিতে পাল্টা চিঠি দিয়েছে পাকিস্তানও। সেখানে তারা দাবি জানিয়েছে, যাতে ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানায় কেন খেলতে চাইছে না।
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দল পাকিস্তান সফর করেছে তাই নিরাপত্তাজনিত কোনো সমস্যা হওয়ার কথা নয় এখানে। কোনোভাবেই যেন পাকিস্তান থেকে খেলা না সরানো হয় এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে হাইব্রিড মডেলে আয়োজনের ব্যাপারেও আপত্তি জানিয়েছে পাকিস্তান।
তবে আইসিসির সূত্র বলছে, ‘এখনই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর কথাবার্তা চলছে না। আপাতত আয়োজক দেশ পাকিস্তান এবং তাদের দেশে সফররত সমস্ত অংশগ্রহণকারী দলের সঙ্গে সূচি নিয়ে আলোচনা করা হচ্ছে। তাদের সবুজ সংকেত পেলেই সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ আফ্রিকা নিয়ে জল্পনা থাকলেও, আপাতত তা নিয়ে কোনও আলোচনাই হয়নি।’