‘মৌসুমের শেষ ম্যাচ। আমরা চাই, শেষটা ভালো করতে। কারণ শেষ ভালো যার সব ভালো তার।’ সংবাদ সম্মেলনে এভাবেই কথাটা বললেন জামাল ভূঁইয়ার অনুপস্থিতিতে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পাওয়া তপু বর্মন। পাশে বসা কোচ হাভিয়ের কাবরেরা বললেন, ‘ছেলেরা সমর্থকদের জন্য খেলুক, দায়িত্ব নিয়ে খেলুক এবং ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরম্যান্স করুক।’
মালদ্বীপের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ (বুধবার) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। যে ম্যাচ ঘিরে বাংলাদেশের লক্ষ্যটা কোচ ও অধিনায়কের বলা ওপরের কথাতেই পরিষ্কার। জয় ছাড়া কোনো কিছুই ভাবনায় নেই তপু কিংবা কাবরেরার মনে।
এ বছরটা আন্তর্জাতিক ফুটবলে মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। এখন পর্যন্ত ৬ ম্যাচে কাবরেরার শিষ্যরা জিতেছে মাত্র ১টিতে। সেটিও ভুটানের বিপক্ষে দুই মাস আগে। যদিও ভুটান সফরে দুই প্রীতি ম্যাচের একটিতে জিতলেও হেরেছিল অন্যটিতে। এবার মালদ্বীপের বিপক্ষে সেই হতাশা দূর করার চ্যালেঞ্জ তপুদের সামনে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৫তম) চেয়ে মালদ্বীপ (১৬৩তম) এগিয়ে আছে। তবে দুই দলের সাম্প্রতিক অতীতের পারফরম্যান্স বাংলাদেশকে আশা দেখাচ্ছে। দুই দলের সর্বশেষ তিন দেখায় বাংলাদেশ দুটিতে জিতেছে, ড্র হয়েছে অন্যটি। গত বছর বসুন্ধরা কিংস অ্যারেনাতেই দুই দলের সর্বশেষ দেখায় বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। এবারও এই ধারাটা বজায় রাখতে চান তপু, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এখন কালকে (আজ) প্রমাণ দিতে হবে আমাদের যে, আমরা কাজ করেছি। মাঠে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দলের সবার প্রতি আমার বিশ্বাস আছে, বিশ্বাস রাখছি।’
মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের জয়টা খুব জরুরিও। কারণ তাদের আসল চাওয়া হচ্ছে র্যাঙ্কিংয়ে উন্নতি। সেটা হলে এএফসি কাপের বাছাইয়ের ড্রয়ে পট-থ্রি-তে যাওয়া যাবে। বাংলাদেশ দল এই চাওয়া পূরণে সাম্প্রতিক সময়ে নারী জাতীয় দল ও ছেলেদের অনূর্ধ্ব-২০ দলের সাফল্যকে অনুপ্রেরণা মানছে। তপুর কথায়, ‘অনূর্ধ্ব-২০ দল এবং নারী দলকে আমরা অভিনন্দন জানাতে চাই। এখন আমাদের পালা। আমাদের মাঠে খেলা। নিশ্চিতভাবেই আমাদের এখানে ভালো ফল করতে হবে।’
এদিকে ডিসেম্বরেই বাফুফের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কাবরেরার। গুঞ্জন আছে, মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের ওপর নির্ভর করবে তার ভাগ্য। তবে স্প্যানিশ কোচ কাবরেরা এসব নিয়ে ভাবছেন না তিনি। অন্যদিকে মালদ্বীপ কোচ আলি সুজেইন বলে দিয়েছেন, আমাদের লক্ষ্য জেতা। ছেলেরা মানসিকভাবে শক্তিশালী এবং তারা এখানে এসেছে মালদ্বীপের ফুটবলের উন্নতির জন্য নিজেদের মেলে ধরতে।’ সব মিলিয়ে দারুণ এক লড়াইয়ে বার্তা দিচ্ছে বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ।