ভারতের হয়ে জিতেছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। ২৮ বছর পর ভারতের বিশ্বকাপ শিরোপার খরা ঘোচানোয় রেখেছিলেন সামনে থেকে ভূমিকা। মুনাফ প্যাটেলের সুইং বোলিং ছিল সেই বিশ্বকাপে ভারতের অন্যতম কার্যকরি অস্ত্র।
এবার নতুন ভূমিকায় নাম লেখালেন ভারতের এই বিশ্বকাপজয়ী পেসার। তাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইপিলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।
অতীতে অবশ্য খেলোয়াড়ি জীবনে কখনোই দিল্লির হয়ে খেলেননি মুনাফ। রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট লায়ন্সের হয়ে মাঠ মাতিয়েছেন নিজের আইপিএল ক্যারিয়ারে। ২০০৮ সালে প্রথম আসরেই রাজস্থান রয়্যালসের হয়ে পেয়েছিলেন শিরোপার স্বাদ। ২০১৩ সালে দ্বিতিয়বার জেতেন মুম্বাইয়ের হয়ে।
নিলামের আগেই দিল্লির টিম ম্যানেজমেন্ট মুনাফ প্যাটেলের কাঁধে বোলিং কোচের দায়িত্ব তুলে দিয়েছে। সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার বেনুগোপাল রাওকে হেড কোচ নিযুক্ত করে দিল্লি ক্যাপিটালস।
দিনকয়েক আগে রাজস্থানের ক্রিকেট ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার হেমং বাদানিকে।
দেশের জার্সিতে ৭০টি ওয়ানডে ম্যাচে খেলেছেন মুনাফ প্যাটেল, নিয়েছেন ৮৬ উইকেট। টেস্টেও তার ঝুলিতে রয়েছে ৩৫টি উইকেট। ৬৫টি আইপিএলের ম্যাচে মুনাফের আছে ৭৬ উইকেট।