শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। এই স্ফরে তিন দিনের দুটি ও একদিনের তিনটি ম্যাচ খেলবে খুদে টাইগাররা।
সফরটি শুরু হবে একদিনের ম্যাচ দিয়ে। চলতি মাস তথা নভেম্বরের ২৪, ২৬ ও ২৮ তারিখ হবে একদিনের ম্যাচ তিনটি। ডিসেম্বরের ১ থেকে ৩ ও ৬ থেকে ৮ পর্যন্ত হবে দুটি তিনদিনের ম্যাচ।
শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৭ দলে পারফরম্যান্সের দিক দিয়ে বরাবরই এগিয়ে থাকায় বাংলাদেশের কিশোরদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। কোচ হিসেবে দলের সঙ্গে থাকছেন তুষার ইমরান।
এদিকে, অনূর্ধ্ব-১৯ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এশিয়া কাপের আগে। এবারের আসর বসবে আরব আমিরাতে।
বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানান, টুর্নামেন্টের ভেন্যুতে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ।