দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে আজ রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হতে যাওয়া ভেনেজুয়েলা এখন পর্যন্ত কখনোই বিশ্বকাপে পা রাখতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই ব্রাজিল এগিয়ে থাকছে এই ম্যাচে।
আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের র্যাঙ্কিং ৫ আর ভেনেজুয়েলার ৪৪। দুই দলের শক্তি ও সামর্থ্যের ফারাকটা অনেকবেশি হলেও তা নিয়ে ভাবছেন না ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। বর্তমান ফুটবলে তিনি পরিবর্তন দেখছেন যেখানে বড় এবং ছোট দলের মধ্যে শক্তির ব্যবধান অনেক কমে গেছে বলে মনে করেন তিনি।
ভেনেজুয়েলার উদ্দেশে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ব্যবহার করেছে ‘ওয়ার্ল্ড অর্ডার’ যেই শব্দ দ্বারা তিনি বুঝিয়েছেন ফুটবলে দলগুলোর মধ্যে শক্তির ভারসাম্য। বড় ও ছোট দলগুলোর মধ্যে শক্তির যে পার্থক্য ছিল সেটিও কমে গেছে। যেহেতু বড় দলগুলোর উন্নতির জায়গা কম থাকে আর ছোট দলগুলো উন্নতির জায়গাটা বেশি থাকে। সেই হিসেবে ছোট দলগুলো উন্নতিটা বাড়িয়ে দিলে পার্থক্যটা কমে আসে।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ নিয়ে দরিভাল বলেছেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে।’
গেল মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরু ও চিলির বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল। পেরুকে ৪-০ এবং চিলিকে ২-১ গোলে হারায় ভারত। যদিও হারতে হয়েছে প্যারাগুয়ে এবং উরুগুয়ের কাছে।
লাতিন আমেরিকা ফুটবলে দলগুলোর মাঝে শক্তির ব্যবধান কমে আসা নিয়ে ব্রাজিল কোচ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে। বেশির ভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দলে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি।’
ছোট দলগুলোর উন্নতির জায়গা বেশি উল্লেখ করে দরিভাল বলেছেন, ‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টের।