২০১০ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া দিয়েগো ফোরলান ফুটবল থেকে অবসর নিয়েছেন ২০১৯ সালে। এবার তিনি যাত্রা শুরু করলেন নিজের পেশাদার টেনিস ক্যারিয়ারের। তবে শুরুটা মন মতো হয়নি। অভিষেকেই ডাবলসে হেরে বিদায় নিতে হয়েছে ফোরলানকে।
৪৫ বছর বছর বয়সী ফোরলান নিজ শহরে খেলতে নেমেছিলেন ফেদেরিকো কোরিয়ার সঙ্গী হিসেবে। তবে তাদের পরাজিত হতে হয়েছে বলিভিয়ান জুটি বরিস আরিয়াস ও ফেদেরিকো জেবায়সের কাছে।
ফোরলান ও কোরিয়া জুটি হেরেছে মাত্র ৪৭ মিনিটেই। ৬-১, ৬-২ গেমে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন ফোরলান ও কোরিয়া।
উরুগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম এই সেরা ফুটবলার ম্যাচের শুরু থেকেই উষ্ণ অভ্যর্থনা পান দর্শকদের। করতালি দিয়ে তাকে স্বাগত জানান দর্শকরা। তিনিও দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াতে নাড়াতে কোর্টে প্রবেশ করেন।
পুরোদস্তু ফুটবলার হয়ে বিশ্বমঞ্চেও দলকে নিয়ে দারুণ পারফরম্যান্স করা ফোরলানের টেনিসের সঙ্গে সখ্যতা ২ বছর বয়সে। গেল পাঁচ বছর ধরে তিনি অপেশাদার মাস্টার্স টেনিস টুর্নামেন্টে অংশ নিয়ে কিছু সাফল্যও পেয়েছেন। যা তাকে উরুগুয়ের সবচেয়ে বড় পেশাদার টুর্নামেন্টে খেলায় উদ্বুদ্ধ করেছে।