লিওনেল মেসির ভক্ত কেবল আর্জেন্টিনা নয়, ছড়িয়ে ছিটিয়ে আছে সারাবিশ্বে। তাই যেকোনো প্রতিপক্ষের মাঠে খেললেই মেসি ও আর্জেন্টিনার সমর্থকদের ঘাটতি পড়ে না। প্রতিপক্ষের মাঠের মেসির জার্সি পরিহিত দর্শকের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।
তবে এবার নিজেদের মাঠে মেসির প্রতি ভক্তদের উন্মাদনা ঠেকাতে ও ঘরের মাঠের পূর্ণ ফায়দা আদায়ে গ্যালারিতে আর্জেন্টিনা ও মেসির জার্সি নিষিদ্ধ করেছে প্যারাগুয়ে। তবে এসব করে মেসি ম্যানিয়া ঠেকানো যাবে না মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের আসুনসিওনে মুখোমুখি হবে এই দুই দল। সেখানে আর্জেন্টিনা ও মেসির নাম সংবলিত জার্সি পরে গ্যালারিতে আসা নিয়ে নিষেধাজ্ঞা দিয়ে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘আমাদের দলের জার্সি ছাড়া অন্য কোনো শার্ট পরে ঢোকার অনুমতি আমরা দেব না। মেসির সঙ্গে কোনো সমস্যা নেই। সব ফুটবলারের ক্যারিয়ারকে সম্মান করি আমরা। কিন্তু এখানে মূল ব্যাপারটি হলো, ঘরের মাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তবে এসব নিষেধাজ্ঞা দিয়ে যে মেসি ম্যানিয়া ঠেকানো যাবে না সেটি মনে করিয়ে দিয়েছেন স্কালোনি, ‘যৌক্তিকভাবে চিন্তা করলে প্যারাগুয়ের সমর্থকরা তাদের ফুটবলারদের জন্য নিজেদের জাতীয় দলের জার্সিই পরতে চাইবে। তবে লিও তো এসবের চেয়েও শক্তিশালী এবং অবশ্যই সেখানে (গ্যালারিতে) আর্জেন্টিনার জার্সি থাকবেই। এর মানে এই নয় যে তারা প্যারাগুয়েকে সমর্থন করেন না। তবে ফুটবলের লোকেরা যখন লিওকে স্বীকৃতি দেয়, এটা খেলাটির জন্যই ভালো। কেবল জার্সি গায়ে চাপালেই কেউ আর্জেন্টিনার ভক্ত হয়ে যায় না।’