মাস চারেক আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু ছিলেন তিনি। স্বামী জিয়ার মৃত্যুতে একমাত্র সন্তান তাহসিনকে নিয়ে স্ত্রী লাবণ্য অথৈ পড়ে যান আর্থিক কষ্টে।
ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও তার কিছুই বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত। তবে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়া পরিবারের দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
সাবেক এই অধিনায়ক জিয়ার পরিবারকে দিয়েছেন ৫ লক্ষ টাকা সহায়তা। পাশাপাশি আশ্বাস দিয়েছেন যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার। ছেলে তাহসিনের লেখাপড়া ঠিকঠাকভাবে চালিয়ে নেওয়া ও দাবার ক্যারিয়ারে মনোযগী হওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তামিম।
তামিম আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও তাদের সহায়তার। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন তাদের আবেদন জমা দিতে বলেছেন, যাতে ভবিষ্যতে তাহসিনের দাবা ক্যারিয়ারে সহযোগিতা করা সম্ভব হয়।
প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন।