জ্যামাইকা টেস্টে ১৮ ওভার বল করে ৬১ রানে ৫ উইকেট শিকার করেছেন নাহিদ রানা। তরুণ এই পেসারের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফারে জয়ের ১৮ রানের লিড পাওয়া বাংলাদেশ দিন শেষ করেছে ২১১ রান লিড দাঁড় করিয়ে। তার গতিতেই জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে একের পর এক গতির ডেলিভারিতে ভুগিয়েছেন উইন্ডিজ ব্যাটারদের। গতির পাশাপাশি ছিল দারুণ বাউন্সও। ১৫০ এর বেশি গতিতে বল করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
সবশেষ আফগানিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অভিষেক হয় নাহিদ রানার। সেই ম্যাচে গতির ঝড় তুলে ১০ ওভারে ৪০ রান খরচায় শিকার করেছিলেন ২ উইকেট। দল হারলেও উইন্ডিজ কিংবদন্তী ইয়ান বিশপের প্রশংসা কুড়িয়েছিলেন নাহিদ।
এবার বিশপের দেশ উইন্ডিজে গিয়েও দারুণ পারফরম্যান্স করলেন নাহিদ। ধারাভাষ্যকক্ষে বসে বাংলাদেশের এই তরুণ পেসারের বোলিং দারুণ উপভোগ করেছেন বিশপ। তাই পুনরায় প্রশংসা করেছেন ২২ বছর বয়সী এই পেসারের।
এক্সে নাহিদ রানার প্রশংসা করে বিশপ লিখেছেন, ‘ক্যারিবিয়ানে প্রথম আন্তর্জাতিক ম্যাচে হতাশ করেননি নাহিদ রানা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ব্যাটারদের অপেক্ষায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচের চিত্রই পাল্টে দিয়েছে রানা।’
তার বোলিং তোপেই তৃতীয় দিনে স্বাগতিকরা মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যাওয়ায় নাটকীয়ভাবে বাংলাদেশ পেয়ে গেছে ১৮ রানের লিড। ক্রেইগ ব্রাথওয়েট, মিকাইল লুইস, কাভেম হজ, আলজারি জোসেফ ও কেমার রোচের উইকেট শিকার করেন রানা।