আম্পায়ারের শেষ বাঁশি বাজতেই বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস। ওমান এর মাসকটে যুব এশিয়া কাপে কপিতে থাইল্যান্ডকে ৭-২ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল জায়গা করে নিয়েছে যুব বিশ্বকাপে। বাংলাদেশের হকির ইতিহাসে যা কিনা প্রথম বিশ্বকাপ।
আগামী বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে সেই বিশ্বকাপের আসর। স্বাগতিক হওয়ার সরাসরি খেলবে ভারত। বাকি ছয় দেশের জায়গা হবে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে।
‘বি’ গ্রুপে বাংলাদেশ তৃতীয় হওয়া বাংলাদেশ আজ মুখোমুখি হয়েছিল থাইল্যান্ডের। যারা কিনা ‘এ’ গ্রুপের চতুর্থ দল। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের জন্য মুখোমুখি হয়েছিল দুই দল। এর মাধ্যমে বিশ্বকাপও নিশ্চিত হয়েছে।
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল বরাবরই শক্তিশালী। জাতীয় দল কিংবা যুব, দুইদিকেই সবসময় থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে এসেছে হকিতে। আজ জিতলেই নিশ্চিত হয়ে যেত বিশ্বকাপ। এমন ম্যাচে সাবলিল খেলাই খেলেছে বাংলাদেশের যুবারা। চাপমুক্ত খেলে কাঙ্ক্ষিত জয়ের দেখাও পেয়েছে মওদুদুর রহমানের শিষ্যরা।
বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় জয়ের হিটে তৃতীয় মিনিটে। এর মিনিট তিনেক পর পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান দ্বিগুণ হয় আমিরুল ইসলাম। আব্দুল্লাহ দ্বিতীয় কোয়ার্টারের করেন আরেকটি গোল। থাইল্যান্ড ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ড গোল করে।
রিভার্স হিটে তৃতীয় কোয়ার্টারে মোহাম্মদ হাসান বাংলাদেশের লিড ৪-১ করেন। এরপর খানের গোলে ব্যবধান ৫-১। ঐ কোয়ার্টারে জয় আবারও গোল করলে প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। এরপর চতুর্থ কোয়াটারে আব্দুল্লাহ নিজের দ্বিতীয় গোল করলে স্কোরলাইন ৭-১ হয়। থাইল্যান্ড শেষ কোয়ার্টারে আরেকটি গোল করলে ৭-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ।
টুর্নামেন্টের শুরু থেকেই বিশ্বকাপে পা দেওয়ার স্বপ্ন দেখা বাংলাদেশ খেলেছে দারুণ। স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়ে শুরু করেছিল নিজেদের যাত্রা। তবে পরের ম্যাচেই পরাশক্তি পাকিস্তানের সামনে দিশেহারা হয় বাংলাদেশ ৬-০ ব্যবধানে হেরে। সেখান থেকে ভালো প্রত্যাবর্তন করে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ জিততে না পারলেও মালয়েশিয়ার বিপক্ষে ড্র করে নিজেদের টিকিয়ে রাখে।
চীনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নাটকীয় ড্র হয়। এই ম্যাচের কল্যাণেই গ্রুপে তৃতীয় হয় বাংলাদেশ। আর তাতেই থাইল্যান্ডের বিপক্ষে জিততে পারলেই বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার সমীকরণ দাঁড়ায়। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ৭ গোলের জয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করল বাংলাদেশের আগামী দিনের হকির প্রতিনিধিরা।