১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। এই জয়ে দ্বিতীয় ইনিংসে জাকেরের ৯১ রানের ইনিংস রেখেছিল অনবদ্য ভূমিকা। তার ইনিংসে ভর করেই বাংলাদেশ দাঁড় করাতে পেরেছিল ২৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।
দারুণ এই ইনিংসের পর আবেগ জাকেরকে ছুঁয়ে যাবে এমনটাই স্বাভাবিক। ম্যাচ জিতে মনে করেছেন নিজের শৈশব ও কৈশোরের কথা। ১৫ বছর আগে ১১ বছরের কিশোর জাকের রাত জেগে টিভিতে দেখেছিলেন বাংলাদেশের ঐতিহাসিক সেই টেস্ট সিরিজ জয়। মনে করেছেন নিজের প্রয়াত বাবার কথাও।
সিলেট বিভাগের হবিগঞ্জে জন্ম নেওয়া এই ক্রিকেটার জাতীয় দলে এসে দ্যুতি ছড়াচ্ছেন। টি-টোয়েন্টি দিয়ে দলে অভিষেক হওয়া জাকের দুই সিরিজ ধরে আছেন টেস্ট দলেও। এমন অসাধারণ ইনিংসের পর দলে তার জায়গা পাকাপোক্ত হয়ে যাওয়ার কথা।
১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট ম্যাচ জেতার পর ফেসবুকে এই তরুণ ব্যাটার লিখেছেন, ‘তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজের একটা ম্যাচও আমি মিস করিনি। সারারাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে, আমি খেলা দেখছি! অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো বকা দিল না। ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো। যাই হোক, এটা আপনার জন্য আব্বা।’
টেস্ট সিরিজ ড্র করার পর এখন বাংলাদেশের লক্ষ্য নিজেদের সবচেয়ে পছন্দের সংস্করণ ওয়ানডেতেও ভালোকিছু করা। সেই সিরিজেও দলে আছেন জাকের আলী। আশা করা যায় টেস্ট ম্যাচের পারফরম্যান্সের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ওয়ানডে সিরিজেও ভালোকিছু করবেন তিনি।