ঢাকা ৯ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

যুব হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পিএম
যুব হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
যুব এশিয়া কাপে চূড়ান্ত পর্ব নিশ্চিত করা বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৬ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

যুব এশিয়া কাপে নিজেদের মিশন শেষে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফেরেন অনূর্ধ্ব-২১ হকি দলের সদস্যরা। ওই দিনই তাদের সংবর্ধনা দেয় হকি ফেডারেশন। অনুষ্ঠানে এই অর্জনের জন্য পুরো দলকে মাত্র ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। যা নিয়ে আলোচনা হয় অনেক।

হকি খেলোয়াড়দের চাওয়া ছিল সরকারের পক্ষ থেকে বড় কোনো সংবর্ধনা। এসব আলোচনার মাঝেই ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে এই পুরস্কারের ঘোষণা এলো।

নাবিল/

আজ টিভিতে যত খেলা

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:২৬ এএম
আজ টিভিতে যত খেলা
ছবি : সংগৃহীত

ক্রিকেট (সরাসরি) 

বিপিএল

দুর্বার রাজশাহী-রংপুর রাইডার্স
বেলা ১টা ৩০ মিনিট
খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
টি-স্পোর্টস, গাজী টিভি

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

মালয়েশিয়া-ওয়েস্ট ইন্ডিজ
সকাল ৮টা ৩০ মিনিট
ভারত-শ্রীলঙ্কা
দুপুর ১২টা ৩০ মিনিট
আইসিসি ডট টিভি

এসএ২০

ডারবান’স সুপার জায়ান্টস-পার্ল রয়্যালস 
রাত ৯টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস ২

ফুটবল (সরাসরি)

ইউরোপা লিগ

হোফেনহেইম-টটেনহ্যাম হটস্পার
রাত ১১টা ৪৫ মিনিটি
ম্যানইউ-রেঞ্জার্স
রাত ২টা, সনি টেন ২/৫, সনি লাইভ

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন
সেমিফাইনাল
বেলা ২টা ৩০ মিনিট
সনি স্পোর্টস ২ ও ৫

জয়ে চট্টগ্রাম পর্ব শেষ ঢাকার

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম
জয়ে চট্টগ্রাম পর্ব শেষ ঢাকার
ছবি : সংগৃহীত
স্বাগতিক চিটাগাং কিংসকে ৮ উইকেট হারিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করেছে ঢাকা ক্যাপিটালস। এই জয়ে আসরে নিজেদের তৃতীয় জয় আদায় করে নিয়েছে ঢাকা।
 
বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য ওপেনার তানজিদ হাসান তামিমের ৯০ রানের ইনিংসে ৮ উইকেট হাতে রেখে টপকে গেছে ঢাকা ক্যাপিটালস।
 
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। সেই জুটি ভাঙেন হোসে তালাত লিটন দাসকে ফিরিয়ে। ২৫ রান করে আউট হন তিনি। এরপর ৩৬ রানের জুটি গড়েন তামিম ও মুনিম শাহরিয়ার। দলীয় ১১১ রানে আলিস আল ইসলাম বোল্ড করেন মুনিমকে।
 
তবে ব্যাট চলতে থাকে তামিমের। তাকে সঙ্গে দিয়ে ৯ বলে ১৪ রান করে পরাজিত থাকেন সাব্বির রহমান। ৭ ছয় ও ৩ চারে ৫৪ বলে ৯০ রানের ইনিংস খেলে জয় তুলে নেন তামিম।
 
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে স্বাগতিক চিটাগাং কিংস। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার নাঈম ইসলাম। তবে তিনি খেলেছেন ৪০ বল। ১৯ বলে ২৩ রান করেন জুবাইদ আকবরি। গ্রাহাম ক্লার্কের ব্যাটে আসে ১৮ বলে ১৯ রান।
 
পুরো ২০ ওভার ব্যাটিং করলেও চট্টগ্রামের কোনো ব্যাটারই চড়াও হতে পারেননি ঢাকার বোলারদের ওপর। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫০ রানও পেরোতে পারেনি ঢাকা।
নাজমুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন জোড়া উইকেট শিকার করেছেন ঢাকার হয়ে। মেহেদি হাসান রানা ও রর্নসফোর্ড বিটন করেন ১টি করে শিকার।

ফের প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:২৩ পিএম
ফের প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
ছবি : সংগৃহীত

২০১৩ সালের পর বিপিএলে ফিরেছে চিটাগাং কিংস। এখন পর্যন্ত পয়েন্টস টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ৮ ম্যাচে ৫ জয় চট্টগ্রামের দলটির। ধারাবাহিকভাবেই ভালো খেলছে দলটি। তবে এমন সুসময়ের মাঝেও ধাক্কা খেতে হলো কিংসকে।

চলমান আসরে চট্টগ্রামের জার্সিতে ৭ ম্যাচে ১১ উইকেট শিকার করেছ আলিস আল ইসলাম। কিন্তু ভালো ফর্ম থাকা এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষাও। 

ফরচুন বরিশালের বিপক্ষে ১৯ জানুয়ারির ম্যাচে ৩ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি আলিস। সে ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। 

পরের ম্যাচ দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামেননি আলিস আল ইসলাম। তবে আজ খেলছেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এই ম্যাচের দিনই খবর এসেছে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন আসার খবর।

আগামী ২৫ জানুয়ারি শনিবার মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা দিতে হবে আলিসকে।

এর আগে, ২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে অভিষেক হয়েছিল তার। সে আসরেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন।

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও জেতা হয়নি বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ নারী দলের। তবে এবার স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সুপার সিক্সে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা।

বুধবার (২২ জানুয়ারি) কুয়ালালামপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ১২০ রান করে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়ে। 

বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার ৩৬ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন। ২১ রান আসে আফিয়া অসীমার ব্যাট থেকে আর ২০ রান করেন জুরারিয়া ফেরদৌস। ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৪ রান করেন। স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২টি করে উইকেট নেন নাঈমা শেখ আর মাইসি মাসেইরা।

১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ রানের ভেতরেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে স্কটল্যান্ড। 

তবে সেখান থেকে দলের হাল ধরেন পিপা স্প্রৌল এবং অধিনায়ক অধিনায়ক নিয়ামহ মুইর। তাদের ৪০ রানের জুটি ভাঙে মুইর ২২ রান করে বিদায় নিলে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে স্কটিশরা।

৬৯ রানে ৩ উইকেট থেকে ৯৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে স্কটল্যান্ডের মেয়েরা। শেষ ২ ওভারে তখন জেতার জন্য ২৬ রান দরকার। কিন্তু স্কটল্যান্ড নিতে সমর্থ হয় মাত্র ৮ রান। ফলে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান পর্যন্ত যেতে পারে তারা নির্ধারিত ২০ ওভার শেষে।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেছেন মোসাম্মৎ আনিসা আক্তার সোবা।

টস জিতে ব্যাটিংয়ে চিটাগাং

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম
টস জিতে ব্যাটিংয়ে চিটাগাং
ছবি : সংগৃহীত

ঘরের মাঠে সবশেষ ম্যাচ খেলতে নামছে চিটাগাং কিংস। সে ম্যাচে ঢাকার মুখোমুখি হবে তারা। ইতোমধ্যেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের একাদশ আসরের ২৯তম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

দুই দলের প্রথম সাক্ষাতে কিংস জিতে নিয়েছিল ম্যাচটি ৭ উইকেটের ব্যবধানে। সে ম্যাচে ঢাকায় ছুঁড়ে দেওয়া ১৭৮ রানের বড় লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল চিটাগাং কিংস।

৮ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্টস টেবিলের দুইয়ে অবস্থান করছে চট্টগ্রামের দলটি। শেষ চারে তাদের জায়গা মোটামুটি নিশ্চিত বলা চলে। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠ থেকে জয়ের সুখস্মৃতি নিয়েই বিদায় নিতে চাইবে বন্দর নগরীর দলটি।

অন্যদিকে, আগের ম্যাচে সিলেটকে ৬ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় আদায় করে নেওয়া ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচটাও জিততে চায়। যে জয় পরবর্তীতে তাদের ঘরের মাঠে প্রেরণা হিসেবে কাজ করবে।