চোটের কারণে দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অবর্তমানে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে। তবে ওয়ানডে সিরিজ হেরেছে গতরাতে।
এই সিরিজ শেষে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। সেই সিরিজেও চোটের কারণে দলের সঙ্গে থাকতে পারবেন না শান্ত। দুই সিরিজ মিরাজ দলের অধিনায়কত্ব করলেও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন রিপন মন্ডল। চোট থেকে সেরে ওঠা শামিম হোসেন পাটোয়ারিও দলে ডাক পেয়েছেন। তবে তাওহীদ হৃদয় ফিরতে পারেননি।
ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানও নেই দলে। পারভেজ ইমন ও আফিফ হোসেনকে তাই টি-২০ দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আগামী ১৬ ডিসেম্বর টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে। ১৮ ও ২০ ডিসেম্বর মাঠে গড়াবে পরের দুই টি-২০।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল।